কাউখালীতে এলাকাবাসীর অভিযানে আবারো ৩ মাদক কারবারী আটক, জব্দকৃত মদ ধ্বংস

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া এলাকা থেকে গতকাল বুধবার (১৯ জুন ২০২৪) আবারো ৩ জন মাদক কারবারীকে আটক করে তাদের কাছ থেকে প্রায় ৭০ লিটার চোলাই মদ জব্দ করেছে এলাকাবাসী। এর আগে গত ১৫ জুন ৩০০ লিটার চোলাই মদসহ ৫ জনকে আটক করা হয়েছিল।
আটককৃত ব্যক্তিরা হলো : ১। মো. মিজান, পিতা- মৃত আবুল কাসেম (২৬), গ্রাম: কামাল পাড়া, ৫ নং ওয়ার্ন্ড, হাটাজারি, চট্টগ্রাম; ২। উসামং মারমা (৪২), পিতা- মৃত আপাইসি মারমা, গ্রাম- পশ্চিম মনাই পাড়া, ৮ নং ওয়ার্ড, বেতবুনিয়া ইউপি, কাউখালী, রাঙামাটি ও ৩। চিংথোয়াইউ মারমা (৪১), গ্রাম- পশ্চিম মনাই পাড়া, কাউখালী, রাঙামাটি।
আটককৃতদের ভবিষ্যতে আর মাদকদ্রব্য পাচারের সাথে জড়িত হবে না মর্মে মুচলেকা নিয়ে স্ব স্ব অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে বেতবুনিয়া এবং ফটিকছড়ি ইউপির বিভিন্ন গ্রামের মুরুব্বী এবং সচেতন যুব সমাজের প্রতিনিধিরা মাদক নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট এলাকায় জোর প্রচেষ্টা চালিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় গতকাল সর্বশেষ মদের চালানটি ধরা পড়ে।
জব্দকৃত মদগুলো আজ (২০ জুন) বেতবুনিয়া ইউপির ধূপছড়ি বাজারে মুরুব্বীদের উপস্থিতিতে যুব সমাজের প্রতিনিধিরা ধ্বংস করেছেন।

সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।