কাউখালীতে নতুন সেনা ক্যাম্প চায় না এলাকাবাসী

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) সেনাবাহিনীর একটি দল রাঙামাটির কাউখালি উপজেলায় ঘাগড়া ইউনিয়নের মুবাছড়ি মৌজায় ক্যাম্প স্থাপনের জন্য জায়গা খুঁজতে যায় এবং তারা একটি পাহাড়কে পছন্দ করে। সেখানে তারা ক্যাম্প স্থাপন করবে বলে এলাকার লোকজনকে জানায়।
বিষয়টি জানাজানি হলে এলাকায় তাৎক্ষণিকভাবে ক্যাম্প স্থাপনের বিরুদ্ধে ব্যাপক জনমত তৈরি হয়।
এই প্রেক্ষিতে গতকাল (২১ সেপ্টেম্বর) উক্ত এলাকার বেশ কয়েকজন মুরুব্বী ও জমির মালিকগণ তালুকদার পাড়া ক্যাম্পে যায় এবং নতুন সেনাক্যাম্প স্থাপনের ব্যাপারে আপত্তি জানায়। এ সময় ক্যাম্পে দায়িত্বরত কমাণ্ডার তাদের আপত্তির কথা শুনেন এবং লিখিত দরখাস্ত দিতে বললে মুরুব্বী ও জায়গার মালিকগণ তাৎক্ষণিকভাবে লিখে একটি স্মারকলিপি দিয়ে আসেন।
স্মারকলিপিতে ক্যাম্প না চাওয়ার কারণ হিসেবে তারা “জুম্ম নারী, মা-বোনদের চলাফেরা, লাকড়ি আনতে যাওয়া, ঝর্ণা বা ঝিরি থেকে পানি আনতে যাওয়া, জুমচাষ করতে যাওয়া, রাতের বেলা চলাফেরায় অসুবিধা হবে এবং মা-বোনের ইজ্জত, সম্ভ্রম রক্ষা হবে না” বলে উল্লেখ করেন।
এতে তারা আরো বলেন, উক্ত জায়গায় ক্যম্প স্থাপন করা হলে যারা সেখানে বসবাস করে আসছেন তারা ভূমিহীন হয়ে পড়বে।
স্থানীয় মৌজার হেডম্যান ও জনপ্রতিনিধিসহ ১৯ জন তালুকদার পাড়া ক্যাম্পে গিয়ে উক্ত নতুন ক্যাম্প স্থাপনের ব্যাপারে আপত্তি জানান।
প্রতিনিধি দলে ছিলেন- ১। কালিরতন চাকমা, হেডম্যান, ৯৭ নং মুবাছড়ি মৌজা, ২। বিন্দু কুমার চাকমা, কার্বারী, শুকনাছড়ি গ্রাম; ৩। শশী রঞ্জন চাকমা, মেম্বার, ৫ নং ওয়ার্ড, ঘাগড়া ইউপি; ৪। রূপল চাকমা, সাবেক মেম্বার, ৬ নং ওয়ার্ড, ঘাগড়া ইউপি; ৫। কিরণ বিকাশ চাকমা, মেম্বার, ৬ নং ওয়ার্ড, ঘাগড়া ইউপি; ৬। পলি চাকমা, মেম্বার, ৪, ৫ ও ৬ ওয়ার্ড, ঘাগড়া ইউপি, ৭। শান্তনা চাকমা, সাবেক মেম্বার, ৪, ৫ ও ৬ ওয়ার্ড, ঘাগড়া ইউপি; ৮. সন্ধ্যারাণী চাকমা, জায়গার মালিক, হাজাছড়ি, কাউখালী; ৯. জ্যোতিষ সোনা চাকমা, জায়গার মালিক, হাজাছড়ি, কাউখালী প্রমুখ।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।