কাউখালীতে ব্যাপক সেনা অভিযান চলছে, জনমনে উদ্বেগ

কাউখালীতে সেনা অভিযানের চিত্র
কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১৩ আগস্ট ২০২৫
গত সোমবার (১১ আগস্ট) হতে রাঙামাটির কাউখালী উপজেলার বিভিন্ন জায়গায় ব্যাপক সেনা অভিযান চলছে।
গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল ৪টার দিকে বেতুনিয়ার গোদারপাড় আর্মি ক্যাম্প থেকে একদল সেনা সদস্য বেতবুনিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অন্তর্গত চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে রাতে অবস্থান করে। আজ বুধবার সকালে সে দলটি ধূপছড়ি বাজারে এসে বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। তারা বিভিন্ন জনের ফোনও চেক করছে বলে জানা গেছে। লোকজনের নাম ঠিকানা আর ইউপিডিএফ সদস্যরা কোথায় অবস্থান করে ইত্যাদির তথ্য লোকজনের কাছ থেকে জিজ্ঞেস করছে।
অপরদিকে, কাউখালীর বটতলি আর্মি ক্যাম্প থেকেও একদল সেনা সদস্য গতকাল বিকালে হীরাকাজি পাহাড় ঘুরে ফটিকছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে অবস্থিত শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে রাতে অবস্থান নেয়। সে দলটি আজ (বুধবার) ডাবুয়া এলাকার হেডম্যান পাড়ায় এসে অবস্থান করছে।

কাউখালীতে সেনা অভিযানের চিত্র
এর আগে গত সোমবার (১১ আগস্ট) ফুরোমোন আর্মি ক্যাম্প ও ঘাগড়ার চাম্পাতলী আর্মি ক্যাম্প থেকে দু’দল সেনা সদস্য জুনুমাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে রাতে অবস্থান করে। তারা গতকাল মঙ্গলবার দিনভর কোজোইছড়ি, লেভাপাড়া ও চেলাছড়ায় টহল দিয়ে বিকালের দিকে স্ব স্ব ক্যাম্পে চলে যায়।
কিছু দিন পর পর কাউখালী এলাকা জুড়ে সেনা অভিযানে এলাকায় জনমনে উদ্বেগ, উৎকণ্ঠা ও ক্ষোভের জন্ম দিয়েছে।
এদিকে, আজ বুধবার সেনা সৃষ্ট নব্য ঠ্যাঙাড়ে বাহিনীর সদস্য বাল্যা চাকমার নেতৃত্বে একদল সন্ত্রাসী ঘাগড়া ইউনিয়নের কোজেইছড়ি উপর পাড়া গ্রামের কৃষক লক্ষী ভূষণ চাকমাকে ঘাগড়া বাজার হতে ধরে নেয়ার চেষ্টা করে। অবশ্য এ রিপোর্ট লেখার সময় (দুপুর ১২টা) পাওয়া সর্বশেষ খবরে জানা গেছে, জনগণ ও মুরুব্বীদের চাপে ঠ্যাঙাড়েরা তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে।

কাউখালীতে সেনা অভিযানের চিত্র
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।