কাউখালীতে ব্যাপক সেনা তৎপরতা: একটি বৌদ্ধ বিহারে তল্লাশি, ফাঁকা গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ৫ নভেম্বর ২০২৫
রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে সেনাবাহিনী ব্যাপক তৎপরতা চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। সেনারা ফাঁকা গুলি বর্ষণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে ও একটি বৌদ্ধ বিহারে তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
বর্তমানে সেনারা বিভিন্ন জায়গায় মারমুখি হয়ে অবস্থান করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
জানা যায়, আজ বুধবার (৫ নভেম্বর ২০২৫) ভোর ৫:৩০টায় রাঙামাটি জোন ও ঘাগড়া সাব-জোন থেকে ৮টি গাড়িতে করে ৭০/৮০ জন সেনা সদস্য প্রথমে চেলাছড়া কিচিং দোকান এলাকায় অবস্থান নেয়। এরপর সেখান থেকে একটি দল চেলাছড়া হয়ে হারাঙ্গি উচ্চ বিদ্যালয়ে যায়।
এছাড়া ফুরমোন ক্যাম্প থেকে ২২ জনের আরেকটি সেনা দল মৌন পাড়ায় অবস্থান করছে বলে সূত্রে জানা গেছে।
সকাল ৬টায় সেনারা কজোইছড়ি-বাদলছড়ি খালের মুখে ৪ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
অন্য একটি সেনা দল লেভা পাড়া শান্তিপূর্ণ বৌদ্ধ বিহারে তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

এদিকে, সকাল ৬.৩০টার দিকে কাউখালি সাব-জোন থেকে একদল সেনা সদস্য গাড়ি যোগে গিয়ে হারাঙ্গি মারমা পাড়া দোকানে অবস্থান নেয়।
বর্তমাানে সেনা সদস্যরা হারাঙ্গি উচ্চ বিদ্যালয়, হারাঙ্গি রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হারাঙ্গি পাড়া বৌদ্ধ বিহার এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে।
সেনাদের এমন অভিযান ও মারমুখি অবস্থানের ফলে এলাকার জনমনে চরম আতঙ্ক ও উদ্বেগ এবং একইসাথে ক্ষোভ দেখা দিয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
