কাউখালীতে সেনা তৎপরতার আপডেট: বিদ্যালয়ে ক্লাস চলা অবস্থায় মাঠে সামরিক মহড়া

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ৫ নভেম্বর ২০২৫
রাঙামাটির কাউখালীতে বিদ্যালয়ে ক্লাস চলা অবস্থায় সেনাবাহিনী বিদ্যালয় মাঠে সামরিক মহড়া চালাচ্ছে, যার কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ বুধবার (৫ নভেম্বর ২০২৫) ভোরে রাঙামাটি সেনা জোন ও ঘাগড়া সাব-জোন থেকে কয়েকটি গাড়িযোগে সেনা সদস্যরা কাউখালী ঘাগড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এসে অবস্থান নেয়। তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে এবং একটি বৌদ্ধ বিহারে তল্লাশি চালানোর পর হারাঙ্গী পাড়া উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি স্থানে অবস্থান নেয়।
বর্তমানে রাঙামাটি জোনের জনৈক মেজরের নেতৃত্ব ৬৫ জন সেনা সদস্য লেভাপাড়া গ্রামে ও ঘাগড়া সাবজোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার সালামের নেতৃত্বে আরো ৬৫ জন সেনা সদস্য হারাঙ্গী পাড়া উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ক্লাসের বিঘ্ন ঘটিয়ে অবস্থান করছে বলে জানা গেছে।
সেনারা হারাঙ্গি পাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে সামরিক মহড়া দেয়ার পর তাদের একটি টিম স্কুল ভবনের ৩য় তলায় অবস্থান করছে বলে সূত্র জানিয়েছ।
এছাড়া অন্য একটি ঠিম স্কুল মাঠে সামরিক মহড়া দেয়ার তথ্য পাওয়া গেছে।
এর আগে সকালে সেনা সদস্যরা হারাঙ্গি পাড়া রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হারাঙ্গি পাড়া বৌদ্ধ বিহার, হারাঙ্গি পাড়া উচ্চ বিদ্যালয়, চেলাছড়া, নোয়াআদামসহ বিভিন্ন জায়গায় অবস্থান করে এবং লেভা পাড়া শান্তিপূর্ণ বৌদ্ধ বিহারে তল্লাশি চালায়।
পরে সকাল ১০টার সময় হেঁটে চেলাছড়া স’মিল ও চেলাছড়া যাত্রী ছাউনিতে গিয়ে অবস্থান করে।
এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে মাহিন্দ্র গাড়ি যোগে এবং হেঁটে আবারো হারাঙ্গি পাড়া স্কুল ভবন ও মাঠে গিয়ে অবস্থান নেয়।
এ সময় সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার সালমান কয়েকজন ছাত্রকে ‘ইউপিডিএফ সদস্যরা কোথায়?’ বলে জিজ্ঞেস করে। জবাবে ছাত্ররা ‘আমরা জানি না’ বলে উত্তর দেয়।
বিদ্যালয়ে অবস্থান করে ছাত্র-ছাত্রীদের ক্লাসে বিঘ্ন ঘটিয়ে সামরিক মহড়া বা ট্রেনিং-এর ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা সেনাবাহিনীর এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
