কাউখালীর ডেবাছড়ি গ্রামে সেনা অভিযান

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের অন্তর্গত ডেবাছড়ি গ্রামে আজ বুধবার (১৯ নভেম্বর ২০২৫) ভোরে সেনা অভিযান পরিচালিত হয়েছে।
জানা যায়, গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে একদল সেনা সদস্য রাঙামাটি জোন থেকে ৬টি গাড়িতে করে এসে তালুকদারপাড়া আর্মি ক্যাম্পে অবস্থান করে। সেখান থেকে ৬৩ জনের একদল সেনা সদস্য আজ (১৯ নভেম্বর) ভোর পাঁচটায় ডেবাছড়ি গ্রামে আসে এবং গ্রামের পার্শ্ববর্তী পাহাড়ে অভিযান পরিচালনা করে।
পাহাড়ে তারা কী করেছে তা এ রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল ৮ টা) জানা যায়নি।
তবে গ্রামের কোন বাড়িতে তল্লাশির খবর পাওয়া যায়নি কিংবা কাউকে হয়রানির খবরও পাওয়া যায়নি।
সর্বশেষ জানা গেছে, সেনা দলটি পানছড়ি উচ্চ বিদ্যালয়ে অবস্থান করছে।
বিশ্বস্তসূত্রে জানা গেছে, ৬০ বেঙ্গলের অধীন এ সেনারা আগামী ২১ নভেম্বর পর্যন্ত সেনা অভিযান পরিচালনা করবে।
এদিকে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ঘন ঘন সেনা অভিযানের কারণে সেনাবাহিনী সম্পর্কে সংশ্লিষ্ট এলাকায় বিরূপ ধারণা তৈরি হচ্ছে বলে ওয়াকিবহাল মহল মনে করছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
