কাপ্তাইয়ে ইউপি মেম্বার সুইচা প্রু মারমাকে টেনে হিঁচড়ে ক্যাম্পে নিয়ে যাওয়ার অভিযোগ

রাঙামাটি ।। রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের মেম্বার সুইচা প্রু মারমাকে(৪৫) ইউপি কার্যালয় থেকে টেনে হিঁচড়ে সেনা ক্যাম্পে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রবিবার (১৫ আগস্ট ২০২১) দুপুরে এ ঘটনা ঘটে। এর আগে গত বছরও (২০২০) একবার তাকে ধরে নিয়ে এক সপ্তাহ হেফাজতে রেখে নির্যাতনের পর ছেড়ে দেওয়া হয়েছিল।
মেম্বার সুইচাপ্রু মারমার বাড়ি রাইখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পানছড়ি পাড়ায়। তিনি ঐ ওয়ার্ডের একজন মেম্বার। তার পিতার নাম মৃত ক্যজউ মারমা।
জানা যায়, গতকাল দুপুর ১২:৩০ টার দিকে কাপ্তাই সেনা জোনের অধীন রাইখালী ইউনিয়নের নারানগিরি মুখ পাড়া এলাকায় নতুন স্থাপিত সেনা ক্যাম্পের কমাণ্ডার ওয়ারেন্ট অফিসার মো. নাজমুল এর নেতৃত্বে একদল সেনা সদস্য রাইখালী ইউনিয়ন পরিষদের কার্যালয়ে প্রবেশ করে। এসময় সেনা সদস্যরা সেখানে দায়িত্ব পালনরত ইউপি মেম্বার সুইচা প্রু মারমাকে অন্যায়ভাবে টেনে হিঁচড়ে ও মারধর করে গাড়িতে তুলে ক্যাম্পে নিয়ে যায়।
তাকে এভাবে সরকারি অফিস থেকে অমানবিকভাবে তুলে নিয়ে যাওয়ার কারণ জানা যায়নি এবং এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে ছেড়ে দেয়ার খবরও পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে গত বছর (২০২০) ২৭ এপ্রিল মেম্বার সুইচা প্রু মারমাকে পার্শ্ববর্তী মিটিঙ্গ্যাছড়ি পাড়া এলাকায় স্থাপিত ক্যাম্পের কমাণ্ডার সেকেন্ড লেঃ মাহবুব এর নেতৃত্বে ধরে নিয়ে যাওয়া হয়। সেসময় এক সপ্তাহ আটক রেখে শারীরিক ও মানসিক নির্যাতন শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।