কাপ্তাইয়ে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত

রাঙামাটি ।। রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার অধীন রাইখালী ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যার দিকে ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তিনছড়ি নোয়াপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাঁকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ থানায় নিয়ে আসা হয়েছে। লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
রাইখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সায়ামং মারমা বলেন, ‘এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে বলে শুনেছি। কে মারা গেছে, কারা মারল তা জানা যায়নি।’
সূত্র: প্রথম আলো
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।