কাপ্তাইয়ের চিৎমরমে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নেথোয়াই মারমা নিহত

রাঙামাটি প্রতিনিধি ।। রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নে আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সভাপতি নেথায়াই মারমা (৫৬) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। তিনি ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন নির্বাচনে চিৎমরম ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
শনিবার (১৬ অক্টোবার ২০২১) দিবাগত মধ্যরাত ১২টার পরে আগাপাড়ার নিজ বাড়িতেই একদল দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশও এ ব্যাপারে নিশ্চিত করতে পারেনি।
আওয়ামী লীগ নেতারা এ ঘটনার জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসকে দায়ি করেছেন। তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।
চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরি ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন