খাগড়াছড়ি ও রাঙামাটিতে সাম্প্রদায়িক হামলা-হত্যাকাণ্ডের এক বছর উপলক্ষে রামগড়ে পোস্টারিং

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫,
গত বছর ১৯-২০ সেপ্টেম্বর ২০২৪ খাগড়াছড়ি ও রাঙামাটিতে সেনা-সেটলার কর্তৃক সাম্প্রদায়িক হামলা, তান্ডবলীলা ও জুনান-রুবেল-ধনরঞ্জন-অনিক হত্যার এক বছর উপলক্ষে রামগড়ে পোস্টারিং করেছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরামের নেতা-কর্মীরা।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) রামগড় উপজেলার প্রেমতলা, জিরোপয়েন্ট, সীমান্ত সড়ক, লাছাড়িপাড়া, পিলাকঘাট, বনবিহার, হাচুক পাড়া, বড় বেলছড়ি, ছোট বেলছড়ি, তৈচাকমা পাড়া, কুমারী পাড়া, কপ্রুই পাড়া, সোনাইআগা, উত্তর গুজা পাড়া, মরাকল্যা পাড়া, ভূদং পাড়া, তিন গুরিয়া পাড়া, সুদির খীল বাজার, হাড়ি ছড়া, নতুন বাজার, কালাপানি ও সুদির খীল চাকমা পাড়া এলাকায় পোস্টারিং করা হয়।

হাতে লেখা পোস্টারগুলোতে জুনান-রুবেল-ধনরঞ্জন-অনিকের খুনিদের গ্রেফতার-শাস্তিসহ নানা শ্লোগান লেখা রয়েছে।
তিন সংগঠনের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, এক বছরেও অন্তর্বর্তীকালীন সরকার জুনান-রুবেলদের হত্যার বিচার করেনি। এটা বর্তমান অন্তর্বর্তী সরকারের চরম ব্যর্থতা। আমরা অবিলম্বে ২০২৪ সালের ১৯-২০ সেপ্টেম্বর সংঘটিত হামলা-হত্যাকাণ্ডের বিচার চাই।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।