খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক রাকিব শিক্ষার্থীদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ
খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩

খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে গতকাল (১৪ জুন) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাঙালি শিক্ষার্থী ও বহিরাগতদের দ্বারা পাহাড়ি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছিল। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের ইলেক্ট্রনিক বিভাগের সহকারি শিক্ষক মো. রাকিব বাঙালি শিক্ষার্থীদের উস্কানি দেন বলে অভিযোগ রয়েছে। গতকালের উক্ত ঘটনার পর শিক্ষক রাকিব পাহাড়ি শিক্ষার্থীদের পরীক্ষায় ফেল করে দেয়ার হুমকি দিচ্ছেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।
তাছাড়া তার ফেসবুক একাউন্ট হ্যাকড হয়েছে দাবি করে ওই ফেসবুক আইডি থেকে শিক্ষার্থীদের ফেসবুক মেসেঞ্জারে বিভিন্ন মেসেজ পাঠিয়ে ও পোস্টে কমেন্ট করে নানা হুমকি প্রদান করা হচ্ছে বলেও শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। শিক্ষক রাকিবের ফেসবুক আইডির নাম “Justice Rakib”।
এদিকে, আজ বৃহস্পতিবার (১৫ জুন) খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ এলাকা থেকে শুরু নারাঙহিয়া, উপালি পাড়া, স্বর্নিভর, হবংপুজ্জে এলাকায় সেনা-পুলিশের ব্যাপক তৎপরতার ছিল বলে খবর পাওয়া গেছে।
উল্লেথ্য. গতকাল সকাল ১১টার সময় পাহাড়ি ও বাঙালি দুই ছাত্রের মধ্যে কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক রাকিবের হাতে বেত্রাঘাতের শিকার হন অপর এক পাহাড়ি শিক্ষার্থী। পরে এ ঘটনাটি প্রতিষ্ঠানের অধ্যক্ষের মাধ্যমে মীমাংসা হলেও রাকিব ক্ষুব্ধ হয়ে বাঙালি শিক্ষার্থীদের সাম্প্রদায়িক উস্কানি দিয়ে পাহাড়ি শিক্ষার্থীদের উপর হামলা করা হয় বলে অভিযোগ রয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন