খাগড়াছড়িতে ইউপিডিএফের সমাবেশে হামলার প্রতিবাদে মানিকছড়িতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

0


মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫

খাগড়াছড়িতে ইউপিডিএফের শান্তিপূর্ণ সমাবেশে রাষ্ট্রীয় বাহিনীর মদদপুষ্ট ঠ্যাঙাড়ে সন্ত্রাসী কর্তৃক হামলার প্রতিবাদে মানিকছড়িতে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ প্রদর্শন করেছে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

আজ মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) বিকাল ৪টার সময় খাগড়াছড়ি – চট্টগ্রাম সড়কের  গবামারা এলাকায় এ বিক্ষোভ প্রদর্শন করা হয়। প্রথমে বিক্ষোভ মিছিল এবং পরে সড়কে গাড়ি টায়ার জ্বালিয়ে হামলার প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি সদস্য অংহ্লাচিং মারমা।


তিনি বলেন, আজ ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের এক বছর পূর্ণ হয়েছে। সারাদেশে আজ বিভিন্ন রাজনৈতিক ও ক্রিয়াশীল ছাত্র সংগঠনের বিভিন্ন কর্মসূচি পালন করছে। এর ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণের অধিকারের দাবি নিয়ে ইউপিডিএফ খাগড়াছড়িতে শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করে। কিন্তু এই সমাবেশ বানচালের জন্য সকাল থেকে ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা সমাবেশে অংশগ্রহণ করতে যাওয়া লোকজনের গাড়ি বহর আটকে দিয়ে স্ব স্ব স্থানে ফেরত পাঠিয়েছে।

সকল বাধা-বিপত্তি সত্ত্বেও খাগড়াছড়িতে ৭ শতাধিক লোক সমাবেশের জন্য মিছিল নিয়ে চেঙ্গী স্কোয়ার গেলে সেখানে আগে থেকে অবস্থান নেয়া ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা প্রকাশ্যে পুলিশের সামনে সমাবেশে অংশগ্রহণকারী লোকজনের ওপর হামলা চালায়, নির্বিচার গুলিবর্ষন করে। এতে ঘটনাস্থলেই এক নারী গুলিবিদ্ধসহ অনেকে আহত হন।

তিনি এ ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফাতর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More