খাগড়াছড়িতে উক্যনু মারমাকে তুলে নেওয়ার ঘটনা পাহাড়ে সেনাবাহিনীর দমন-পীড়ন স্পষ্ট হয়েছে

0


খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

খাগড়াছড়ি জেলা সদরের মধুপুর বাজার থেকে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ৮টার সময় বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল (বিএমএসসি) খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক উক্যনু মারমাকে সেনাবাহিনীর সদস্যরা অন্যায়ভাবে তুলে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

আজ (বৃহস্পতিবার) রাতে পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অমল ত্রিপুরা ও সাধারণ সম্পাদক শুভাশীষ চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে এই নিন্দা ও জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, খাগড়াছড়িতে এক স্কুল শিক্ষার্থীকে গণধর্ষণণের ঘটনার বিচারের দাবিতে পাহাড়ে ছাত্র-জনতা যখন প্রতিবাদে সামিল হচ্ছিল, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে যখন শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি সফল করেছে, ঠিক সে মূহুর্তে পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তার নামে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা উক্যনু মারমাকে তুলে নেয়ার ঘটনা খুবই উদ্বেগজনক।

নেতৃদ্বয় বলেন, সেনাবাহিনী স্কুল শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার না করে উল্টো বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী উক্যনু মারমাকে অন্যায়ভাবে তুলে নেয়ার ঘটনা প্রমাণ করে যে, তারা আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন চালিয়ে ধর্ষকদের রক্ষা করতে চায়।

নেতৃদ্বয় আরো বলেন, উক্যনু মারমাকে তুলে নেয়ার ঘটনা পাহাড়ে সেনাবাহিনীর অপশাসন, দমন-পীড়ন স্পষ্ট হয়েছে। কাউকে অন্যায়ভাবে আটক, জেল-জুলুম ও মিথ্যা মামলা দিয়ে পাহাড়ি জনগণের ন্যায্য আন্দোলন দমন করা যাবে না। যতই দমন-পীড়ন চালানো হবে, ততই পাহাড়ি জনগণ সংগঠিত হয়ে প্রতিবাদ-প্রতিরোধে সামিল হবে। আমরা সেনাবাহিনীর এহেন কর্মকাণ্ডকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে সেনাশাসন প্রত্যাহারের দাবি জানাচ্ছি।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More