খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের মেডিকেল রিপোর্ট প্রত্যাখ্যান দুই নারী সংগঠনের

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় ৮ম শ্রেণীর মারমা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ‘ধর্ষণের আলামত পাওয়া যায়নি’ মর্মে যে মেডিকেল রিপোর্ট প্রকাশ করা হয়েছে তা প্রত্যাখ্যান করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।
আজ বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান সংবাদ মাধ্যমে প্রদত্ত এক যৌথ বিবৃতিতে অবিলম্বে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা উদঘাটন, সংশ্লিষ্ট ডাক্তার ও কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনা এবং অভিযুক্ত ধর্ষকদের সকলকে গ্রেফতারপূর্বক সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
বিবৃতিতে দুই নারী নেত্রী রাষ্ট্রীয় বিশেষ সংস্থা কর্তৃক মেডিকেল রিপোর্টের ক্ষেত্রে নিষেধাজ্ঞার কথা তুলে ধরে বলেন, সিঙ্গিনালার ৮ম শ্রেণীর কিশোরীর ধর্ষণের আলামত না পাওয়ার রিপোর্টটি নতুন নয়। অতীতেও পাহাড়ি নারী ধর্ষণের ক্ষেত্রে এমনটি ঘটেছে। ফলে অতীতে বহু ধর্ষণের ঘটনা ঘটলেও জড়িতদের বিচার ও শাস্তি হয়নি। মূলত পাাহড়ি নারী ধর্ষণের ক্ষেত্রে মেডিকেল রিপোর্টের ওপর অঘোষিত নিষেধাজ্ঞা দিয়ে পার্বত্য চট্টগ্রামে ধর্ষণকে হাতিয়ার বানিয়ে জাতিগত নির্মূলীকরণ নীতি বাস্তবায়নের ষড়যন্ত্র চলছে। যার কারণে পাহাড়ি নারী ধর্ষণের ঘটনা ঘটলে তা ধামাচাপা দিতে এবং ধর্ষককে রক্ষা করতে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা উঠেপড়ে লেগে যায়, যা সিঙ্গিনালায় কিশোরী ধর্ষণের ঘটনার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। ধর্ষণের বিচারের দাবিতে আন্দোলন করতে গিয়ে ছাত্র জনতার ওপর হামলা, হত্যাকাণ্ড, অগ্নিসংযোগের মতো বর্বরোচিত ঘটনা সংঘটিত ঘটিত করা হয়েছে।
নেত্রীদ্বয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রদত্ত মারমা কিশোরী ধর্ষণের মেডিকেল রিপোর্টটি প্রত্যাখ্যান করে বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর পিতার দায়েরকৃত মামলা, ঘটনাস্থলের সুস্পষ্ট আলামত ও ভুক্তভোগীর জবানবন্দি থাকা সত্ত্বেও মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত না পাওয়া অত্যন্ত প্রশ্নবিদ্ধ। এটি প্রশাসন ও প্রভাবশালী মহল কর্তৃক ধর্ষকদের রক্ষার পদক্ষেপ ছাড়া কিছুই নয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিবৃতিতে নেত্রীদ্বয় অবিলম্বে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা উদঘাটন, সংশ্লিষ্ট ডাক্তার ও কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনা এবং অভিযুক্ত ধর্ষকদের সকলকে গ্রেফতার করে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।