খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে গণধর্ষণের প্রতিবাদে গুইমারায় পিসিপি’র বিক্ষোভ

0

গুইমারাা প্রতিনিধি ।। খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে গণধর্ষণ ও লুটপাটের প্রতিবাদে গুইমারায় বিক্ষোভ প্রদর্শন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২০) বেলা ১১টার সময় গুইমারা সদর ইউনিয়নে পিসিপি’র গুইমারা ও মাটিরারাঙ্গা শাখা যৌথভাবে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে।

বিক্ষোভ সমাবেশে পিসিপি’র মাটিরাঙ্গা উপজেলা শাখার সহ-সভাপতি অনিমেষ চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি শান্ত চাকমা ও গুইমারা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক স্বপন চাকমা।

বক্তারা পার্বত্য চট্টগ্রাম একের পর এক পাহাড়ি নারী ধর্ষণ ঘটনায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা রয়েছে অভিযোগ করে বলেন, এ যাবত যত পাহাড়ি নারীর উপর ধর্ষণের ঘটনা ঘটেছে তার কোনটিরই সঠিক বিচার কিংবা অপরাধীদের দৃষ্টান্তমূলক কোন সাজা হয়নি। বরং রাষ্ট্রীয় প্রশাসন ও সরকার দলীয় লোকজন অপরাধীদের রক্ষায় নানা কলাকৌশল গ্রহণ করে থাকে। যার কারণে ধর্ষণকারী নির্বিঘ্নে ধর্ষণের মতো জঘন্য কাজ করে যাচ্ছে।

বক্তারা অবিলম্বে বলপিয়ে আদামে পাহাড়ি নারীকে গণধর্ষণ ও লুটপাটের সাথে জড়িত সকলকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি, নারী ধর্ষণে রাষ্ট্রীয় মদদদান বন্ধ করা এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More