খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে হত্যার প্রতিবাদে ভাইবোনছড়ায় মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি ।। খাগড়াছড়ি সদর উপজেলার গুগড়াছড়িতে বৌদ্ধ ধর্মীয় গুরু বিশুদ্ধা মহাথেরোকে নৃশংসভাবে হত্যা ও চট্টগ্রামে জুম্ম চাদিগাং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্ঞানজ্যোতি ভিক্ষুর ওপর হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারপূর্বক শাস্তির দাবিতে ভাইবোনছড়ায় মানববন্ধন করেছেন বৌদ্ধ দায়ক-দায়িকাবৃন্দ ও এলাকাবাসী।
আজ বুধবার (২ ফেব্রুয়ারি ২০২২) সকাল ১০টায় অনুষ্ঠিত মানববন্ধনে সহদেব চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ভাইবোনছড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সুজন চাকমা, ইউপি সদস্য অর্পণ চাকমা ও এলাকার যুবক আপন চাকমা।

বক্তারা বৌদ্ধ ভিক্ষুদের ওপর হামলা ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের ঘটনা কোনভাবেই মেনে নেওয়া যায় না। সরকার ও প্রশাসনের উচিত যত দ্রুত সম্ভব এসব ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা।
তারা পার্বত্য চট্টগ্রামসহ দেশের সংখ্যালঘু জনগণ অনিরাপত্তার মধ্যে রয়েছেন উল্লেখ করে সারাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তায় প্রয়োজনী পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন