খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষু হত্যায় জড়িত সন্দেহে আটক রূপায়ন চাকমাকে নির্দোষ দাবি স্ত্রীর

খাগড়াছড়ি প্রতিনিধি ।। খাগড়াছড়ি সদরের গুগড়াছড়ি ধর্মসুখ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বিশুদ্ধা মহাথেরোকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ রূপায়ন চাকমা নামে একজনকে আটক করেছে। বর্তমানে তাকে খাগড়াছড়ি থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। তবে আটক ব্যক্তিকে নির্দোষ দাবি করেছেন তার স্ত্রী স্বর্ণা চাকমা।
গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি ২০২২) দিবাগত রাতে খাগড়াছড়ি সদরের কমলছড়ি থেকে রূপায়ন চাকমাকে আটক করা হয় বলে জানা যায়। আটক ব্যক্তি একজন দিনমজুর বলে স্থানীয়রা জানিয়েছেন।
আটক রূপায়ন চাকমা দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের ধনঞ্জয় চাকমার ছেলে ও কমলছড়ি গ্রামের বাসিন্দা ইন্দ্র চাকমার মেয়ের জামাই।
খাগড়াছড়ি সদর থানার ইনচার্জ মুহাম্মদ রশিদ জানান আটক ব্যক্তি নিহত বিশুদ্ধা মহাথেরোর ব্যবহৃত সিম ব্যবহার করছিল। তাই তাকে ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে।
আটক রূপায়ন চাকমার স্ত্রী তিন সন্তানের জননী স্বর্ণা চাকমা এই প্রতিবেদককে বলেন, আমার স্বামী নির্দোষ। গত পরশু (বৃহস্পতিবার) গোল্ডলিফ খেতে কাজে যাওয়ার সময় পথে একটি সিম কুড়িয়ে পান। আমার স্বামী সহজ সরল মানুষ। তার ঘটনায় কোন প্রকার সম্পৃক্ত থাকার কথা নয়। আমি সরকারের কাছে আমার স্বামীর নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।
তিনি জানান, গত ২ মাস আগে কাজের সন্ধানে তারা দীঘিনালা থেকে এসে বর্তমানে কমলছড়িতে তার বাবার বাড়িতে অবস্থান করছেন। তার স্বামী রূপায়ন চাকমা দিন মজুরির কাজ করেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত আটক রূপায়ন চাকমাকে আদালতে সোপর্দ করা হয়নি। তাকে খাগড়াছড়ি সদর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি দিবাগত রাতে খাগড়াছড়ি সদরের গুগড়াছড়ি ধর্মসুখ বৌদ্ধ বিহারে লুটপাট ও বিহারের অধ্যক্ষ ভদন্ত বিশুদ্ধা মহাথেরোকে কুপিয়ে হত্যা কর পালিয়ে যায় দুর্বৃত্তরা। উক্ত ঘটনার প্রতিবাদে খাগড়াছড়ি, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন