খাগড়াছড়িতে ভূমি বিরোধের জের ধরে পাহাড়িদের ওপর হামলার ঘটনায় ২ জনকে গ্রেফতার

0
কমলছড়িতে সেটলারদের হামলায় আহত তিন পাহাড়ি। 


খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ির হেডম্যান পাড়া (খালপাড়) এলাকায় গত ১৪ জানুয়ারি ২০২৬ ভূমি বিরোধের জের ধরে পাহাড়িদের ওপর হামলার ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে বলে খবর পাওয়া গেছে। গ্রেফতারকৃতরা হলেন মো. আব্দুর রশিদ ও মো. আলা আমিন। এদের মধ্যে আলা আমিনকে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কুমিল্লা থেকে গ্রেফতার করা হয় বলে পুলিশের সূত্রে জানা গেছে।

উক্ত ঘটনায় মংশিতু মারমা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০–২৫ জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি কমলছড়ি হেডম্যান পাড়ার বাসিন্দা থোয়াইহ্লাঅং চৌধুরী দুইজন শ্রমিক বিমল ত্রিপুরা ও মিলন চাকমাকে নিয়ে তার আমবাগান পরিষ্কার করতে যান। বিকাল সাড়ে ৩টার সময় ভুয়াছড়ি গ্রাম থেকে আব্দুল বশির’র নেতৃত্বে একদল সেটলার বাঙালি তাদেরকে বাগান পরিষ্কারে বাধা দেয় এবং এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তারা তিনজনই গুরুতর আহত হন। আহতদের মধ্যে বিমল ত্রিপুরা আশঙ্কাজনক অবস্থায় এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More