খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান, ঘরে ঘরে তল্লাশির অভিযোগ

0


খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের কুমারধন পাড়াসহ কয়েকটি স্থানে সেনাবাহিনী অভিযানের নামে পাহাড়িদের ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, আজ শনিবার (১৮ অক্টোবর ২০২৫) ভোর ৪টার দিকে সেনাবাহিনীর একটি দল কুমারধন পাড়ায় প্রবেশ করে সাধারণ জনগণকে হয়রানিমূলক নানা জিজ্ঞাসাবাদ করে ও ঘরে ঘরে তল্লাশি চালায়। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত (সকাল ১১টা) সেনারা সেখানে অবস্থান করছিল। ফলে সেখানে কার কার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে বা কাউকে আটক করা হয়েছে কিনা সে বিষয়ে এখনো বিস্তারিত জানা সম্ভব হয়নি।

অন্যদিকে, সেনাবাহিনীর আরেকটি দল গিরিফুল বাউরা পাড়া বৌদ্ধ বিহার এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে।

এলাকাবাসী ধারণা করছেন, গতকাল শুক্রবার গুইমারার ৩ শহীদের স্মরণে খাগড়াছড়ি সদর উপজেলার বিভিন্ন স্থানে এলাকাবাসী বৌদ্ধ বিহার, হিন্দু মন্দির ও গীর্জায় প্রার্থনা সভার আয়োজন করেছিল। এরই প্রেক্ষিতে সেনাবাহিনী আজকের এই অভিযান চালাচ্ছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More