খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে সড়ক অবরোধের ডাক, আটক ১

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণির এক পাহাড়ি স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সকালে খাগড়াছড়ি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জুম্ম ছাত্র জনতা।
সমাবেশ থেকে ধর্ষণকারীদের দ্রুত আইনের আনার দাবি জানিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ ও শিক্ষা প্রতিষ্ঠান বর্জনের ডাক দেয় তারা। এছাড়া শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নারী নিপীড়ন বিরোধী মহাসমাবেশের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় খাগড়াছড়ি সরকারি কলেজ গেইট এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্ত্বরের মুক্ত মঞ্চে গিয়ে তারা সমাবেশ করেন।

সমাবেশে শিক্ষার্থী প্রতিনিধি উক্যনু মারমা, সুমন চাকমা, আকাশ ত্রিপুরা ও কৃপায়ন ত্রিপুরাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বিভিন্ন সময়ে সংঘটিত নারী ধর্ষণের ঘটনা তুলে ধরে পাহাড়ে বিচারহীনতার কারণে নারী ধর্ষণ চলমান রয়েছে বলে অভিযোগ করেন।

সমাবেশ থেকে স্কুলছাত্রীকে সংঘদ্ধ ধর্ষণে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এদিকে, ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শয়ন শীল (১৯) নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত আরো দু’জন এখনো পলাতক রয়েছে বলে জানা গেছে।
বুধবার সকালে সিঙ্গিনালা এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল স্থানীয়দের সহযোগিতায় শয়ন শীলকে আটক করে। আটককৃত শয়ন শীল সিঙ্গিনালার বাপ্পী শীলের ছেলে।

এ ঘটনার বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা বলেন, এজাহার পাওয়ার পর সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিদেরও গ্রেফতারে অভিযান চলছে।
উল্লেখ্য, গতকাল (মঙ্গলবার) রাত ৯টার সময় খাগড়াছড়ি সদরের পৌরসভার ১নং ওয়ার্ডের সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে তিন বাঙালি যুবক কর্তৃক স্কুলছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগ করা হয়।
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে সদর থানায় অজ্ঞাতনামা তিন জনকে আসামী করে মামলা করেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।