খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফ ও নারী সংঘের নিন্দা ও প্রতিবাদ

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়ি সদরে সিঙ্গিনালায় ৩ বাঙালি যুবক কর্তৃক ৮ম শ্রেণির এক পাহাড়ি ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সংবাদ মাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান এই নিন্দা প্রতিবাদ জানান এবং অবিলম্বে সকল ধর্ষককে গ্রেফতারপূর্বক দ্রুত বিচার আইনের আওতায় সর্বোচ্চ শাস্তির দাবি করেন।
বিবৃতিতে দুই নারী নেত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী-শিশুরা আজ কোথাও নিরাপদ নয়। গতকাল (মঙ্গলবার) রাতে প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফেরার পথে খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় দলবব্ধ ধর্ষণের ঘটনা তারই প্রমাণ।
তারা অভিযোগ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে শাসকগোষ্ঠি পাহাড়িদের ওপর জাতিগত নিপীড়ন চালাচ্ছে। এরই অংশ হিসেবে ধর্ষণ, দমন-পীড়ন, ভূমি বেদখলের মতো ঘটনা প্রতিনিয়ত ঘটছে। পাহাড়ি নারীদের ধর্ষণের ক্ষেত্রে মেডিকেল রিপোর্টের ওপর রাষ্ট্রীয় একটি বিশেষ সংস্থার নিষেধাজ্ঞা রয়েছে, যার ফলে আইনের ফাঁকে ধর্ষকরা বরাবরই পার পেয়ে যায়। এ কারণে পাহাড়ে বারবার ধর্ষণের ঘটনা সংঘটিত হচ্ছে।
দুই নারী নেত্রী আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে সাঁড়াশি অভিযানের নামে নিরীহ পাহাড়িদের ওপর নিপীড়ন-নির্যাতন ও ঘরবাড়িতে হয়রানিমূলক তল্লাশি, লুটপাট চালানো হয়। এ ধরনের অভিযানকালে অনেক সময় মা-বোনদের ওপর যৌন নিপীড়নের ঘটনাও ঘটছে। ফলে নিজের বাড়িতেও পাহাড়ি নারীরা অনিরাপদ অবস্থায় থাকতে বাধ্য হচ্ছেন।
বিবৃতিতে তারা অবিলম্বে সিঙ্গিনালায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচার আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।