খাগড়াছড়িতে ৮ দিন পর ১৪৪ ধারা প্রত্যাহার

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ৪ অক্টোবর ২০২৫
খাগড়াছড়িতে চলমান ১৪৪ ধারা আট দিন পর আগামীকাল রবিবার (৫ অক্টোবর) ভোর ৬টা থেকে প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।
আজ শনিবার (৪ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারির আদেশ প্রত্যাহার করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনগণের জানমালের ক্ষতিসাধনের আশঙ্কা থাকায় ২৭ সেপ্টেম্বর শনিবার দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়।
“বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পার্বত্য জেলার খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ মোতাবেক ১৪৪ ধারা জারির আদেশ প্রত্যাহারের চাহিদা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতে পাওয়া গিয়েছে। তাই রোববার ভোর ৬টা থেকে পৌরসভা ও সদর উপজেলায় ১৪৪ ধারা জারির আদেশ প্রত্যাহার করা হলো।”
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।