খাগড়াছড়িতে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে ইউপিডিএফ’র ডাকা আধাবেলা সড়ক অবরোধ শুরু হয়েছে। আজ ২১ মার্চ ২০২২, সোমবার ভোর ৬টা থেকে রাস্তায় টায়ার জ্বালিয়ে এ অবরোধ কর্মসূচি শুরু হয়। দুপুর ১২ টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে।
প্রসঙ্গত, গত ১৫ মার্চ ২০২২ দীঘিনালায় সেনাবাহিনীর হেফাজতে ইউপিডিএফ নেতা নবায়ন চাকমা মিলন (সৌরভ)-কে হত্যা ও মহালছড়িতে পাহাড়িদের নির্মিত বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে ইউপিডিডিএফ’র জেলা ইউনিট ও তার সহযোগী সংগঠনসমূহ এই অবরোধ কর্মসূচির ডাক দেয়।
গতকাল ইউপিডিএফ’র খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা সংবাধ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে অবরোধ সফল করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন