শহীদ রুপক চাকমার ১৫ তম মৃত্যুবার্ষিকী আজ
খাগড়াছড়িতে তিন সংগঠনের প্রদীপ প্রজ্জ্বালন ও স্মরণ সভা অনুষ্ঠিত
খাগড়াছড়ি : পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা কমিটি উদ্যোগে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)’র সাবেক কেন্দ্রীয় সভাপতি শহীদ রুপক চাকমার ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ২১ সেপ্টেম্বর ২০১৬, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় খাগড়াছড়ি জেলা সদর নারাঙহিয়াস্থ রেড স্কোয়ারে শহীদ রুপক চাকমার আবক্ষ মূর্তির পাদদেশে এক প্রদীপ প্রজ্জ্বলন ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ খাগাছড়ি জেলা ইউনিট সংগঠক ও সাবেক পিসিপি কেন্দ্রীয় সভাপতি রিকো চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সুমন্ত ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মিনাকি চাকমা ও নারাঙহিয়া এলাকার সমাজ কর্মী নিপুল কান্তি চাকমা।
স্মরণ সভায় বক্তারা বলেন, শহীদ রূপক চাকমা ছিলেন নিবেদিতপ্রাণ ও আজীবন এক আপোষহীন সংগ্রামী। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রী অর্জন করেও ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা তাঁর ছিল না। ব্যক্তি স্বার্থকে তিনি প্রাধান্য দেন নি। পার্বত্য চট্টগ্রামে নিপীড়িত-নির্যাতিত পাহাড়ি জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করতে যেয়ে নিজেকে আত্মবলিদান দিয়েছেন। সন্তু চক্র তাঁকে হত্যা করতে পারলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি।
