খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি ।। খাগড়াছড়ি সদরের সাতভাইয়া পাড়ায় সন্ত্রাসীদের গুলিতে টন বিহারী চাকমা(৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সেনা মদদপুষ্ট সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।
গতকাল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি ২০২২) রাতে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
নিহত টন বিহারী চাকমা হরিণাথ পাড়া এলাকার বাসিন্দা লক্ষ্মীধন চাকমার ছেলে। বর্তমানে তিনি সাতভাইয়া পাড়ায় বসবাস করছেন। তিনি পেশায় একজন কৃষক ও বাগান চাষী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৮টার সময় টন বিহারী চাকমা বাড়ির উঠানে আগুন পোহাচ্ছিলেন এবং একজনের সাথে কথাবার্তা বলছিলেন। এ সময় একদল সশস্ত্র সন্ত্রাসী এসে তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
স্থানীয়রা সেনা মদদপুষ্ট সন্ত্রাসীদের নিজেদের মধ্যেকার অন্তর্দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন। সন্ত্রাসীরা অন্য একজনকে মারতে এসে ভুলবশত টন বিহারীর ওপর গুলি চালিয়েছে বলে তাদের ধারণা।
তবে এ ঘটনার বিষয়ে স্থানীয় লোকজন ও স্বজনরা ভয়ে মুখ খুলতে চাচ্ছেন না বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশীদ জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে আটকের খবর পাওয়া যায়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন