খাগড়াছড়িতে সেনাবাহিনী কর্তৃক ইউপিডিএফ’র এক সংগঠক গ্রেফতার
খাগড়াছড়ি : খাগড়াছড়িতে ইউপিডিএফ’র পানছড়ি উপজেলার প্রধান সংগঠক প্রদীপ ময় চাকমাকে সেনাবাহিনী গ্রেফতার করেছে । আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলার দেওয়ান পাড়া নামক স্থানে এ গ্রেফতারের ঘটনা ঘটে।
জানা যায়, প্রদীপময় চাকমা আজ দুপুরে খাগড়াছড়ি সদর থেকে সিএনজি যোগে পানছড়িতে যাচ্ছিলেন। যাবার পথে দেওয়ান পাড়া সেনা ক্যাম্পের চেকপোষ্টে সেনা সদস্যরা তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাঁকে খাগড়াছড়ি সেনা রিজিয়নে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
ইউপিডিএফের নিন্দা ও প্রতিবাদ
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা ইউনিটের প্রধান সংগঠক সচিব চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে উক্ত গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি অভিযোগ করে বলেন, প্রদীপময় চাকমা আজ দুুপুরে খাগড়াছড়ি থেকে সিএনজি যোগে পানছড়িতে যাবার পথে ভাইবোনছড়া ইউপির দেওয়ান পাড়া সেনা চেকপোষ্টে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে খাগড়াছড়ি সেনা রিজিয়নে নিয়ে যাওয়া হলেও এখনো থানায় হস্তান্তর করা হয়নি।
বিবৃতিতে তিনি ইউপিডিএফ’র বিরুদ্ধে রাজনৈতিক দমনপীড়নের অংশ হিসেবে পানছড়ি উপজেলা সংগঠক প্রদীপময় চাকমাকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফ’র ন্যায়সঙ্গত আন্দোলনকে দমিয়ে রাখার জন্যই নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে।
তিনি অবিলম্বে গ্রেফতারকৃত প্রদীপময় চাকমাকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানান।
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।