খাগড়াছড়ির তিন উপজেলায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১৯
খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি জেলার পানছড়ি, মাটিরাঙ্গা ও মানিকছড়ি পৃথক পৃথক সংঘর্ষে আওয়ামী লীগ ও বিএনপি উভয় পক্ষের ১৯ জন আহত হয়েছে।
পানছড়ি উপজেলায় বিকাল ৪ টার দিকে কলাবাগান এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি’র মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের মধ্যে অন্তত ৭ জন আহত হয়েছে বলে জানা গেছে। পুলিশ জানায়, নির্বাচনের ফলাফল নিয়ে এক বিএনপি’র কর্মীর সাথে কথা কাটাকাটির সূত্র ধরে সংঘর্ষের রুপ নেয়। তবে, আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের নেতাকর্মীদের উপর হামলা করে ৩ জনকে আহত করেছে। এদিকে বিএনপি থেকে অভিযোগ করা হয়েছে, অতর্কিতভাবে তাদের নেতাকর্মীদের উপর হামলা করেছে।
আহতরা হলো- পানছড়ি বিএনপি’র সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম, ছাত্রদলের সভাপতি নুরুল কায়ুম (শিমুল) আওয়ামী লীগের দেলোয়ার হোসেন, আবুল বাশার বাকি আহতদের নাম জানা যায়নি। পানছড়ি থানার ওসি আব্দুল সামাদ মড়ল ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
এদিকে মাটিরাঙ্গা উপজেলায়,আব্দুল রাজ্জাক, রমজান আলীসহ ৭ জন ও মানিকছড়ি উপজেলায় বিএনপি কর্মী রমজান আলী, মোঃ ফারুক, আবুল হাশেম, জামাল হোসেন, মোঃ সেলিম নামে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের জেলা হাসপাতালসহ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। নির্বাচনী সহিংসতায় সংঘর্ষ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।