খাগড়াছড়ির মানিকছড়িতে আবারো এক পাহাড়ি নারীকে ধর্ষণের চেষ্টা!
মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ির মানিকছড়িতে আবারো এক পাহাড়ি নারীকে (২২) ধর্ষণের চেষ্টা চালিয়েছে মো: রমিজ নামে এক সেটলার যুবক। আজ বুধবার (২৩ এপ্রিল) সকালে এ ঘটনাটি ঘটেছে বাটনাতলী ইউনিয়নের ডাইনছড়ির ঢাকাইয়া শিবির নামক এলাকায়।
ধর্ষণ চেষ্টাকারী যুবকটি মানিকছড়ির পান্নাবিল এলাকার বটতলা গ্রামের মো: হিরোজ মিয়ার ছেলে। সে পেশায় একজন মোটর সাইকেল চালক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে বাটনাতলী ইউনিয়নের হেডম্যান পাড়ার বাসিন্দা দুই সন্তানের জননী ওই নারী ইউনিয়ন পরিষদের ৪০ দিনের কর্মসূচির আওতায় আরএমপি রাস্তা সংস্কার কাজে ২নং ওয়ার্ডের ডাইনছড়ি এলাকার ঢাকাইয়া শিবির নামক এলাকায় যাচ্ছিলেন। রাস্তাটি ঢাকাইয়া শিবির হয়ে বাটনাতলী পর্যন্ত সংস্কারের কাজ চলছে। যাবার মাঝপথে মো: রমিজ ওই নারীকে একা হেঁটে যেতে দেখে কাজের জায়গায় নিয়ে যাওয়ার কথা বলে তার চালিত মোটর সাইকেলে উঠার জন্য প্রলুব্ধ করে। সরল বিশ্বাসে ওই নারী তার মোটর সাইকেলে উঠে। যাবার পথে কাজের জায়গায় পৌঁছার আগে একটি নির্জন স্থানে মো: রমিজ তাকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা চালায়। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে পালিয়ে গিয়ে কোন রকমে ইজ্জ্বত রক্ষা করতে সক্ষম হন ওই নারী । পরে তিনি এ ঘটনাটি স্থানীয় ২নং ওয়ার্ডের মেম্বার কংজঅং মারমাকে জানালে এটি জানাজানি হয়ে যায়। সেটলার যুবকটি বর্তমানে পলাতক রয়েছে বলে জানা গেছে। ঘটনার বিষয়টি বাটনাতলী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান শহীদুল ইসলামকেও অবগত করা হয়েছে বলে এলাকাবাসীর সূত্রে জানা গেছে। তবে, এ ব্যাপারে থানায় এখনো কোন অভিযোগ দায়ের করা হয়নি।
উল্লেখ্য, গত ৭ মার্চ মানিকছড়ির গবামারা নামক স্থানে তিন সেটলার যুবক কর্তৃক এক পাহাড়ি নারী (১৯) ধর্ষণের শিকার হন। এর আগে ৫ জানুয়ারি তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক পাহাড়ি শিশু ধর্ষণের শিকার হয়েছিল।
—————————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।