গণতান্ত্রিক ছাত্র জোটের সমাবেশে বর্বরোচিত পুলিশি হামলায় পাহাড়ি ছাত্র পরিষদের নিন্দা ও প্রতিবাদ
ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৯ অক্টোবর ২০২৩

ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পদত্যাগের দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের সমাবেশে বর্বরোচিত পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ।
আজ ২৯ অক্টোবর ২০২৩, রবিবার, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অংকন চাকমা ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পদত্যাগের দাবিতে গতকাল (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় গণতান্ত্রিক ছাত্র জোট শিক্ষা অধিকার চত্বর থেকে একটি মিছিল বের করে। মিছিলটি হাইকোর্ট, জাতীয় প্রেসক্লাবসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে জড়ো হয়। এ সময় সমাবেশে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতাকর্মীদের ওপর পুলিশ অতর্কিতভাবে লাঠিচার্জ করে। এতে অন্তত ১৫ জন ছাত্রনেতা গুরুতর আহত হন।
নেতৃবৃন্দ আরো বলেন, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সভা-সমাবেশের নিষেধাজ্ঞা, মামলা-হামলা আওয়ামী ফ্যাসিবাদী চরিত্রেরই নামান্তর। জনগণের গণতান্ত্রিক অধিকারের ওপর পুলিশ প্রশাসনের নগ্ন হস্তক্ষেপ এটাই স্পষ্ট প্রমাণ করে তারা (পুলিশ প্রশাসন) ফ্যাসিস্ট আওয়ামী সরকারের লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে। অথচ দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রীয় প্রশাসনের উপরই বর্তায়। তা না করে সমাবেশে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতাকর্মীদের ওপর পুলিশের ন্যাক্কারজনক হামলা জনগণের গণতান্ত্রিক অধিকারকে প্রশ্নবিদ্ধ করে।
গণতান্ত্রিক অধিকার রক্ষায় হুশিয়ারি উচ্চারণ করে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পদত্যাগ, সভা-সমাবেশের ওপর মামলা-হামলা বন্ধ করতে হবে। দেশে ফ্যাসিবাদি শাসন উৎখাত ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বাংলার আপামর জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া গতি নেই।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন