গণতান্ত্রিক যুব ফোরামের গুইমারা উপজেলা শাখার ৬ষ্ঠ কাউন্সিল সম্পন্ন, ২১ সদস্যের নতুন কমিটি গঠিত

0

গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩

‘রাষ্ট্রীয় দমন নিপীড়ন বন্ধ কর, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত কর’ এই শ্লোগানে এবং ‘পার্বত্য চট্টগ্রামের অন্যায় দমন-নিপীড়ন, দালাল-সুবিধাবাদী ও প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে পূর্ণস্বায়ত্তশাসন আদায়ের লক্ষ্যে যুব সমাজ ঐক্যবদ্ব হোন’ এই আহ্বানে গণতান্ত্রিক যুব ফোরামের গুইমারা উপজেলা শাখার ৬ষ্ঠ কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে ২১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।

আজ শুক্রবার (২৭ অক্টোবর ২০২৩) অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন অমরেশ চাকমা। অংপ্রু মারমা’র সঞ্চালায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর মাটিরাঙ্গা ও গুইমারা ইউনিটের সমন্বয়ক ঝিমিত চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরুন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি লিটন চাকমা ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের গুইমারা উপজেলা সহ-সভাপতি নিউটন চাকমা। স্বাগত বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের মাটিরাঙ্গা উপজেলার শাখার সভাপতি রিকেন চাকমা।

অধিবেশন শুরুতে এযাৎকালে অধিকার আদায়ের লক্ষে যারা শহীদ হয়েছেন তাদের উদেশ্য দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

স্বাগত বক্তব্যে যুব নেতা রিকেন চাকমা বলেন, পাবর্ত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতিতে গণতান্ত্রিক যুব ফোরামকে আরো জোরালো ভূমিকা পালন করতে হবে। শাসকগোষ্ঠির নিপীড়ন-নির্যাতন ও  দালাল-প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে যুব সমাজকে সংগঠিত হতে হবে। প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলতে হবে। পার্বত্য চট্টগ্রামের বর্তমান নিপীড়নমূলক পরিস্থিতিতে যুব সমাজকে আরো সংগঠিত হয়ে যুব ফোরামের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।

ইউপিডিএফ সংগঠক ঝিমিত চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফের নেতৃত্বে পাহাড়িদের অধিকার প্রতিষ্ঠার ন্যায়সঙ্গত আন্দোলন দমন করতে শাসকগোষ্ঠি নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। শাসকগোষ্ঠির এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যুব সমাজকে সংগঠিত হয়ে লড়াই-সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। আজকের এই কাউন্সিলের মাধ্যমে যে কমিটি গঠিত হবে তাদেরকে আরো বেশি সক্রিয় হয়ে কাজ করতে হবে।

যুব নেতা বরুন চাকমা বলেন, যুব সমাজ হচ্ছে একটি জাতির প্রধান শক্তি। জাতির ক্রান্তিলগ্নে যুব সমাজকে রুখে দাঁড়াতে হয়। কিন্তু আজকের যুব সমাজ মদ, জুয়ায় আসক্ত হয়ে মেধাশক্তি হারিয়ে ফেলছে। এই দিশাহীন যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য যুব ফোরামের সকল নেতা-কর্মীকে আদর্শিক চেতনাকে সমুন্নত রেখে কাজ করতে হবে। আজকে যারা সংগঠনের দায়িত্ব কাঁধে তুলে নেবেন তাদেরকে সুশৃঙ্খলভাবে নিজ নিজ দায়িত্ব পালন করে যেতে হবে।

পিসিপের নেতা নিউটন চাকমা বলেন, বর্তমান পরিস্থিতিতে ছাত্র-যুবকদের করণীয় হচ্ছে সঠিক রাজনৈতিক লাইনে সংগঠনের সাথে যুক্ত হয়ে জাতির অস্তিত্ব রক্ষার্থে আন্দোলনে এগিয়ে আসা। ছাত্র-যুব সমাজ সংগঠিত ও ঐক্যবদ্ধ হলেই কেবল আন্দোলন বেগবান করা সম্ভব হবে।

যুব নেতা লিটন বলেন,সরকার পার্বত্য চট্টগ্রামের সেনাশাসন ‍‘অপারেশন উত্তরণ’ জারি রেখে বিচার বহির্ভুত হত্যা, অন্যায় গ্রেফতার, নিপীড়ন-নির্যাতন, রাত-বিরাতে ঘরবাড়িতে তল্লাশি’র মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। একই সাথে নব্যমুখোশ নামধারী সশস্ত্র দুর্বৃত্তদের আশ্রয়-প্রশ্রয় ও মদদ দিয়ে খুন, অপহরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। এসবের বিরুদ্ধে যুব সমাজকে লড়াই-সংগ্রাম করতে হবে। গণতান্ত্রিক যুব ফোরামের পতাকাতলে যুব সমাজকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালাতে হবে।

সভাপতির বক্তব্যে অমরেশ চাকমা বলেন, সরকার সেটলার বাঙালি ও রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদের ব্যবহার করে নারী ধর্ষণ, নির্যাতন, ভূমি বেদখলসহ অন্যায়-অবিচার চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় চুপ করে বসে থাকার আর কোন সুযোগ নেই। যুব সমাজসহ সবাইকে অন্যায় দমন-পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

পরে পুরোনো কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে উপস্থিত সকলের সম্মতিক্রমে মংসাউ মারমাকে সভাপতি, বাবু মারমাকে সাধারণ সম্পাদক ও নিলয় ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান গণতান্ত্রিক যুব ফোরামমের খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি লিটন চাকমা।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More