গুইমারায় একাধিক বিদ্যালয়ে সেনাবাহিনী সদস্যদের অবস্থান, জনমনে আতঙ্ক

গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১৪ জুলাই ২০২৫
খাগড়াছড়ির গুইমারা উপজেলার একাধিক বিদ্যালয়ে বিপুল সংখ্যক সেনা সদস্যের অবস্থানের খবর পাওয়া গেছে।
আজ সোমবার (১৪ জুলাই ২০২৫) বিকাল থেকে উপজেলার অন্তত তিনটি বিদ্যালয়ে সেনারা অবস্থান নেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, আজ বিকাল ৫টার দিকে সাতটি গাড়িতে করে ৭০ জনেরও বেশি সেনা সদস্য উপজেলার দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে অবস্থান নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যা ৭টার দিকে একটি সিএনজি অটোরিকশাযোগে বিভিন্ন মালামালের সাথে উল্লেখযোগ্য সংখ্যক ছাতাও সেখানে নিয়ে আসা হয়। এসময় সেনা সদস্যদের সাথে সেনা পোশাকে কয়েকজন পাহাড়িকেও দেখা গেছে বলে তারা জানান।
অন্যদিকে, উপজেলার রেংখুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০ জন এবং বিলপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২১ জন সেনা সদস্য অবস্থান নিয়েছে বলে জানা গেছে।
রাত ৮টায় এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত সেনারা উক্ত তিন বিদ্যালয়সহ মোট চারটি স্থানে অবস্থান করছিল বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।
এদিকে, সেনা সদস্যদের এভাবে বিদ্যালগুলোতে অবস্থানের কারণে এলাকাবাসীর মধ্যে হয়রানি ও নিপীড়নের আশঙ্কা থেকে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। তবে কী কারণে এই সেনা মোতায়েন করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।