গুইমারায় জনতার উপর সেনা হামলার প্রতিবাদে খাগড়াছড়ি ইউনিয়নে বিক্ষোভ

মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়ির গুইমারা-মানিকছড়ি সীমান্তবর্তী তবলাপাড়া ও কালাপানিতে জনতার উপর সেনাবাহিনীর হামলা, গুলি বর্ষণ, সন্ত্রাসের প্রতিবাদে এবং দোষী সেনা সদস্যদের শাস্তির দাবিতে ১নং খাগড়াছড়ি ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) বেলা ২টার সময় “পার্বত্য চট্টগ্রামে সেনা ও ঠ্যাঙাড়ে সন্ত্রাস বন্ধ কর” এই দাবি সম্বলিত শ্লোগানে মিছিল পরবর্তী আয়োজিত সমাবেশে এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন সান্তনা চাকমা ও শিক্ষার্থী সাকেল ত্রিপুরা।
বক্তারা বলেন, গত ৭ সেপ্টেম্বর সেনা মদদপুষ্ট ৬ জন সশস্ত্র ঠ্যাঙাড়ে সন্ত্রাসী গুইমারা-মানিকছড়ি তবলাপাড়ায় গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় ও গুলিবর্ষণ করে। এতে স্থানীয় জনতা তাদেরকে ধরে ফেললেও পরে সেনাবাহিনী উপস্থিত হয়ে তাদেরকে গ্রেফতার না করে নিরাপদে সরিয়ে নিয়ে গেলে এর প্রতিবাদে কালাপানি এলাকায় বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ প্রদর্শন করলে সেনাবাহিনী জনতার ওপর হামলা চালায়, লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে। এতে অনেকে আহত হন।

বক্তারা সেনাবাহিনীর এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, তবলাপাড়া থেকে অস্ত্রধারী ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের নিরাপদে নিয়ে যাওয়ার মাধ্যমে স্পষ্ট হয়েছে মূলত সেনাবাহিনীই এসব সন্ত্রাসীদের লালন পালন করছে। তাদের মদতে এই সন্ত্রাসীরা জনগণের ওপর অত্যাচার চালাচ্ছে।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে তবলাপাড়ায় সন্ত্রাস সৃষ্টিকারী ৬ সন্ত্রাসীকে আইনের আওতায় আনা এবং জনতার ওপর হামলাকারী সেনা সদস্যদের শাস্তি দেয়ার দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।