গুইমারায় বৈ-সা-বি উপলক্ষে দরিদ্রদের মাঝে ইউপিডিএফ’র খাদ্য সামগ্রী বিতরণ

0

গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ।। খাগড়াছড়ির গুইমারায় ‌‘পার্টি ও জনগণের ঐক্য সুদৃঢ় করুন’ আহ্বানে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব বৈসু, সাংগ্রাই, বিঝু, বিষু..(বৈ-সা-বি)’র শুভেচ্ছা স্বরূপ দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গুইমারা-মাটিরাঙ্গা ইউনিট। এতে বিভিন্ন এলাকার ৩৭৪ দরিদ্র পরিবারের মাঝে চালসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আজ শুক্রবার (৮ এপ্রিল ২০২২) সকালে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপিডিএফ’র গুইমারা-মাটিরাঙ্গা ইউনিটের সমন্বয়ক এডিসন চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সভাপতি ক্যামরণ চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপিডিএফ সংগঠক তানিমং মারমা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্টি ও জনগণ একতা হলে যে কোন অপশক্তি বিনাশ হতে বাধ্য। ইউপিডিএফ প্রতিষ্ঠালগ্ন থেকে জনগণের পাশে থেকে, জনগণকে সাথে নিয়ে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। এতে জনগণ ও পার্টির মধ্যে যে ঐক্য গড়ে উঠেছে তা ভেঙে দেওয়ার জন্য শাসকগোষ্ঠী প্রতিনিয়ত পাঁয়তারা চালিয়ে যাচ্ছে।

তারা আরো বলেন, পার্টি সবসময় জনগণের সুখে-দুঃখে পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের পার্টি ইউপিডিএফ হলো জনগণেরই পার্টি। জনগণকেই এই পার্টিকে শক্তিশালী করতে হবে। সকল পরিস্থিতিতে পার্টি জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে বলে বক্তারা আশ্বস্ত করেন এবং শাসকগোষ্ঠির অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

বক্তারা আসন্ন বৈ-স-বি উৎসব সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে উদযাপনের জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

শেষে গুইমারার বরইতুলি এলাকার ১৪০ পরিবার, পশুরাম ঘাট এলাকার ৪৫ পরিবার, দেওয়ান পাড়া এলাকার ৪০ পরিবার এবং মাটিরাঙ্গার ওয়াসু এলাকার ৮৪ পরিবার ও ১০ নম্বর এলাকার ৬৫ পরিবারসহ মোট ৩৭৪ দরিদ্র পরিবারের মাঝে চালসহ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More