গুইমারায় শহীদ মিঠুন চাকমার স্মরণসভা

0

গুইমারা প্রতিনিধি ।। খাগড়াছড়ির গুইমারায় ইউপিডিএফের সংগঠক ও পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি শহীদ মিঠুন চাকমার ৪র্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩ জানুয়ারি ২০২২, সোমবার, সকাল ১০টায় পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও গণতান্ত্রিক যব ফোরাম (ডিওয়াইএফ)- এর গুইমারা-মাটিরাঙ্গা থানা শাখা এই স্মরণসভার আয়োজন করে।

স্মরণসভা শুরুর পূর্বে মঞ্জয় ত্রিপুরার সঞ্চালনায় অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদ মিঠুন চাকমাসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পিসিপি, ডিওয়াইএফরে নেতৃবৃন্দ ও এলাকার জনসাধারণ। এরপর শহীদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

পরে শহীদ মিঠুন চাকমার স্মরণে আয়োজিত স্মরণসভায় পিসিপি’র মাটিরাঙ্গা উপজেলা সভাপতি অনিমেষ চাকমার সভাপতিত্বে ও মঞ্জয় ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ’র গুইমারা ইউনিটের সংগঠক নিশান মারমা, ডিওয়াইএফ’র মাটিরাঙ্গা উপজেলা সাধারণ সম্পাদক ধারাজ চাকমা এবং গুইমারা উপজেলা ছাত্র সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন নিউমং মারমা।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন জারি রেখে নিপীড়িত জনগণের অধিকারকামী দল ইউপিডিএফের ন্যায়সঙ্গত আন্দোলন দমন করতে সশস্ত্র মুখোশ বাহিনী সৃষ্টি করে মিঠুন চাকমাসহ ইউপিডিএফের অনেক নেতা-কর্মী, সমর্থককে হত্যা করা হয়েছে। সেনাবাহিনীর আশ্রয়-প্রশ্রয়ে থেকে মুখোশ বাহিনীর সন্ত্রাসীরা প্রতিনিয়ত খুন, অপহরণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জুয়া, মাদক সেবনসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে।

বক্তারা আরো বলেন, শাসকগোষ্ঠীকে মনে রাখতে হবে, মিঠুন চাকমা শুধু একটি নাম নয়, মিঠুন চাকমা একটি চেতনার নাম। আর এই চেতনা হচ্ছে জাতীয় মুক্তির চেতনা। পার্বত্য চট্টগ্রামের নিপীড়িত জনগণ যতক্ষণ পর্যন্ত জাতিগত নিপীড়ন থেকে মুক্ত হবে না ততক্ষণ পর্যন্ত শহীদ মিঠুন চাকমার লালিত চেতনায় লড়াই-সংগ্রাম চলবে।

স্মরণসভা থেকে বক্তারা আর কালক্ষেপণ না করে মিঠুন চাকমার খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি, খুনি-সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় ও মদদ দেয়া বন্ধ করা ও সেনাশাসন তুলে নেয়ার দাবি জানান।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More