গুইমারায় সেনা-সেটলার হামলার বিচার দাবিতে কুদুকছড়িতে শিক্ষার্থীদের গ্রাফিতি অঙ্কন ও দেয়াল লিখন

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা সদরের রামেসু বাজারে গত ২৮ সেপ্টেম্বর ধর্ষণ বিরোধী শান্তিপূর্ণ অবরোধ চলাকালীন পাহাড়িদের ওপর সেনা-সেটলারদের পরিকল্পিত সাম্প্রদায়িক হামলা ও গুলি করে আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমাকে হত্যার বিচার দাবিতে এবং শহীদদের স্মরণে “শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদের” ঘোষিত কর্মসূচির সমর্থনে রাঙামাটির কুদুকছড়িতে গ্রাফিতি অঙ্কন ও দেয়াল লিখন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) সকাল ৮ টা হতে বিকাল ৪টা পর্যন্ত কুদুকছড়ি মাউরুম আইডিয়াল স্কুল এলাকায় শিক্ষার্থীরা গ্রাফিতি অঙ্কন করেন।

গ্রাফিতি ও দেয়াল লিখনে শিক্ষার্থীরা গুইমারা রামেসু বাজারে সেনা-সেটলার কর্তৃক সংঘটিত হামলার ও গুলি বর্ষণের চিত্র, সেনা-সেটলার কর্তৃক ঘরবাড়তে অগ্নিসংযোগ-লুটপাট এবং পার্বত্য চট্টগ্রামে সাধারণ মানুষের উপর চলা সেনা নির্ষাতনের চিত্র তুলে ধরেছেন।



উল্লেখ্য, গত ৩০ অক্টোবর তিন শহীদের স্মরণে আয়োজিত প্রদীপ প্রজ্বলন কর্মসূচি থেকে শহীদ স্মৃতি সংসদের ঘোষিত নভেম্বর মাস ব্যাপী কর্মসূচির মধ্যে গুইমারা হামলা-হত্যাকাণ্ডের বিচার দাবিতে গ্রাফিতি অঙ্কন কর্মসূচিও রয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
