গুইমারায় সেনাবাহিনী কর্তৃক ৬ ছাত্রকে হয়রানির ঘটনায় পিসিপির নিন্দা ও প্রতিবাদ

0

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ ।। খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের কুকিছড়ায় সেনাবাহিনী কর্তৃক ৬ জন ছাত্রকে অন্যায়ভাবে হয়রানির অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা।

আজ বুধবার (২০ এপ্রিল ২০২২) পিসিপির খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি নরেশ ত্রিপুরা ও সাধারণ সম্পাদক শান্ত চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতৃদ্বয় বিবৃতিতে অভিযোগ করে বলেন, “গতকাল ১৯ এপ্রিল ২০২২ সন্ধ্যা ৬টায় নাইক্যাপাড়া সেনা ক্যাম্প হতে একদল সেনা সদস্য টহলের নাম করে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের কুকিছড়া গ্রামে আসে। এ সময় সেনা সদস্যরা চাইসা মারমা, নাগাচাই মারমা, মংসাথোয়াই মারমাসহ ৬ জন স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রকে লাইনে দাঁড় করিয়ে সবার মোবাইল ফোন জমা নেয়। এরপর সেনারা তাদের ছবি তোলে। তাদেরকে ছবি তোলার সময় সেনা সদস্য ইচ্ছে করে গুইমারা কলেজের ছাত্র নাগাচাই মারমার স্মার্ট ফোন ভেঙে দিয়ে হয়রানি করা হয়। এতে আশে-পাশের থাকা নারীরা এগিয়ে এসে ছাত্রদের হয়রানি ও মোবাইল ফোন ভেঙে দেয়ার কারণ জানতে চাইলে সেনারা নারীদের সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এতে এক পর্যায়ে যুক্তিতে পেরে না ওঠে সেনা সদস্যরা ২,৫০০ টাকা দিয়ে চলে যায়”।

নেতৃদ্বয় আরো বলেন, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পার্বত্য চট্টগ্রামের ওপর গণবিরোধী ‌‘১১ দফা’ নির্দেশনা জারি করে সেনাশাসনকে বৈধতা দেয়া হয়েছিল। সে ক্ষমতা বলয়ে সেনাবাহিনী ‘অপারেশন উত্তরণ’র নামে প্রতিনিয়ত পাহাড়ি গ্রামে প্রবেশ করে বিনা অনুমতিতে বাড়ি-ঘরে তল্লাশি করে হয়রানি, নির্যাতন, বিনা কারণে গ্রেফতার করে মিথ্যা মামলা দেয়াসহ নানা হয়রানিমূলক ঘটনা ঘটচ্ছে। এসব ঘটনায় সাধারণ শিক্ষার্থী-শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবী মানুষ ও সাধারণ জনগণ বাদ পড়ছে না।

বিবৃতিতে নেতৃদ্বয় গুইমারায় সেনাবাহিনীর এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং পার্বত্য চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রণালয়েল গণবিরোধী ’১১ দফা’ নির্দেশনা বাতিলসহ অবিলম্বে অন্যায়ভাবে হয়রানি, ধারপাকড় বন্ধ করার আহ্বান জানান।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More