গুইমারার জালিয়া পাড়া থেকে ঢাকাগামী এক পাহাড়ি শিক্ষার্থীকে আটক!

গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়া পাড়া থেকে ঢাকা যাওয়ার সময় এক পাহাড়ি শিক্ষার্থীকে সেনাবাহিনী কর্তৃক আটকের খবর পাওয়া গেছে।
আটক শিক্ষার্থীর নাম অংসালা মারমা (২৩)। তিনি ঢাকা সরকারি বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী।
জানা যায়, গতকাল শনিবার (১৯ এপ্রিল ২০২৫) রাত ১০টার সময় অংসালা মারমা মানিকছড়ি হতে শান্তি গাড়ি যোগে ঢাকায় নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টা দিকে তিনি জালিয়া পাড়ায় পৌঁছলে সেখানে সেনাবাহিনীর সদস্যরা গাড়িটি চেক করে তাকে গাড়ি থেকে নামিয়ে রাখে। পরে তাকে আটক করে সিন্দুকছড়ি জোনে নিয়ে যায়।
বর্তমানে তাকে সিন্দুকছড়ি সেনাজোনে রাখা হয়েছে বলে জানা গেছে।
আজ (২০ এপ্রিল) সকাল ৯টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তাকে ছেড়ে দেয়ার খবর পাওয়া যায়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।