গুইমারার তিন শহীদের সম্মানে কাউখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ

কাউখালি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
খাগড়াছড়ির গুইমারা উপজেলা সদরের রামসু বাজারে গত ২৮ সেপ্টেম্বর সেনা-সেটলার কর্তৃক সাম্প্রদায়িক হামলার সময় সেনাবাহিনীর নির্বিচার গুলিতে শহীদ আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে “শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদের” ঘোষিত কর্মসূচির সমর্থনে রাঙামাটির কাউখালী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
কাউখালী উপজেলার ঘাগড়া, কলমপতি, ফটিকছড়ি ও বেতবুনিয়া এই চার ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তারা সকালে কালো ব্যাজ ধারণ করে নিজ নিজ বিদ্যালয়ে যান।

ঘাগড়া ইউনিয়নের হারাঙ্গি পাড়া উচ্চ বিদ্যালয়, হারাঙ্গি রিফিউজি সরকারি প্রাথমিক বিদ্যালয়,বাদলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কজইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিচ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,পানছড়ি উচ্চ বিদ্যালয়, তালুকদার পাড়া উচ্চ বিদ্যালয়, মুবাছড়ি উচ্চ বিদ্যালয়,পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উল্টা রাঙি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালসহ কাউখালি সদর এলাকায় পুরাতন পোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করেন।



কলমপতি ইউনিয়নে কোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম মাঝের পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করেন।


বেতবুনিয়া ইউনিয়নে চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পচু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করেন।
ফটিকছড়ি ইউনিয়নে ডাবুয়া বৃক্ষভানুপুর উচ্চ বিদ্যালয়, কেপি স্কুল, হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধুপছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করেন।
এ সকল শিক্ষা প্রতিষ্ঠার শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে ক্লাসে পাঠদান করেন।




সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
