গুইমারার তিন শহীদের স্মরণে কাউখালীর বিভিন্ন স্থানে প্রদীপ প্রজ্বলন

কাউখালি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
খাগড়াছড়ির গুইমারায় সেনা-সেটলার হামলায় নিহত তিন শহীদ আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমার স্মরণে ও তাদের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে এবং সেনা ক্যাম্প নির্মাণ-সম্প্রসারণের মাধ্যমে বাস্তুভিটা থেকে উচ্ছেদের প্রতিবাদে শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদের আহ্বানে রাঙামাটির কাউখালী উপজেলার বিভিন্ন স্থানে প্রদীপ প্রজ্জলন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) বিকাল ৫:৩০টায় কাউখালী উপজেলার ঘাগড়া, কলমপতি, ফটিকছড়ি ও বেতবুনিয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় জনগণের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে এই প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানের ব্যানার শ্লোগান ছিল “পাহাড়ে সেনা-সেটলার কর্তৃক অব্যাহত হত্যাকাণ্ড, ধর্ষণ, দমন-পীড়ন ও ধর্মীয় পরিহানি বন্ধ কর”।
ঘাগড়া ইউনিয়নে ঘাগড়া এলাকাবাসী ও মগাছড়ি যুব সমাজের উদ্যেগে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এতে চেলাছড়া, নিমতলা(ঘাগড়া-কাউখালি আঞ্চলিক সড়ক) নোয়াআদাম ,জুমনাছড়া, দেওয়ান পাড়া, কিয়ংছড়া (ঘাগড়া -বড়ইছড়ি সড়ক) বেতছড়ি ,নিচপাড়া, যৌথ বাগান, মঘাছড়ি (রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়ক) এলাকায় প্রদীপ প্রজ্বলন করা হয়।


এছাড়া পানছড়ি, ডেবাছড়ি, শুকনাছড়ি, হাজাছড়ি, পোড়াপাড়া, উগলছড়ি, মুবাছড়ি, উল্টা-রাঙীপাড়া, তালুকদার পাড়া, শামুকছড়ি, পেরাছড়া, লাম্বাইয়া পাড়া, হারাঙ্গী পাড়া, কচুখালিসহ বিভিন্ন জায়গায় স্ব স্ব গ্রামে প্রজ্জ্বলন করা হয়।  
এছাড়াও কচুখালি সানু বৌদ্ধ বিহারে ও রাস্তায় প্রদীপ প্রজ্জ্বলন করা হয়েছে।


কলমপতি ও ফটিকছড়ি ইউনিয়নের মধ্যে বড়ডলু পাড়া ও ডাবুয়া বাজার এলাকায় প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এতে দুই ইউপির বিভিন্ন জায়গা থেকে লোকজন অংশগ্রহণ করেন।
বেতবুনিয়া ইউনিয়নের শীলছড়ি এলাকায় প্রদীপ প্রজ্বলন করা হয়।

সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
