গুমের শিকার মাইকেল চাকমা’র সন্ধান দেয়ার দাবিতে মানিকছড়িতে তিন সংগঠনের বিক্ষোভ

0

মানিকছড়ি প্রতিনিধি ।। রাষ্ট্রীয় গুমের শিকার হওয়া ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার সন্ধান দেয়াসহ বিভিন্ন দাবিতে খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন মানিকছড়ি উপজেলা শাখা।

আজ সোমবার (১১ এপ্রিল ২০২২) সকাল ৯টায় মানিকছড়ি উপজেলা সদরের খাগড়াছড়ি – চট্টগ্রাম সড়কের জামতলা এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে অন্যান্য দাবির মধ্যে আরও রয়েছে,  সেনা শাসন তুলে নাও, পাহাড় ও সমতলে বিনা বিচারে হত্যা গুম বন্ধ কর এবং রমেল, সৌরভ হত্যায় জড়িতদের দ্রুত গ্ৰেফতার ও বিচার কর”।

মিছিল পরবর্তী অনুষ্ঠিত সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের মানিকছড়ি উপজেলা সভাপতি অংহ্লাচিং মারমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অংক্য মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের মানিকছড়ি উপজেলা সভাপতি অংচাই রোয়াজা ও হিল উইমেন্স ফেডারেশনের মানিকছড়ি উপজেলা আহ্বায়ক মিতু মারমা।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফ’র নেতৃত্বে চলমান পূর্ণস্বায়ত্তশাসনের ন্যায়সঙ্গত আন্দোলন দমনে সরকার বিনা বিচারে হত্যা, গুম, গ্রেফতার, নির্যাতন, মিথ্যা মামলায় জেলে প্রেরণসহ নানা জুলুম-অত্যাচার চালিয়ে যাচ্ছে। গত ১৫ মার্চ দীঘিনালায় ইউপিডিএফ’র সংগঠক নবায়ন চাকমা সৌরভকে সেনাবাহিনী নির্যাতন চালিয়ে হত্যা করেছে। এই নিপীড়নের অংশ হিসেবে ২০১৯ সালের ৯ এপিল ঢাকার নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় থেকে মাইকেল চাকমাকে তুলে নিয়ে গুম করা হয়েছে। তিন বছরেও সরকার তাকে পরিবার ও সংগঠনের কাছে ফিরিয়ে দেয়নি।

বক্তারা আরো বলেন, সরকার তথা শাসকগোষ্ঠি পার্বত্য চট্টগ্রাম থেকে পাহাড়িদের উচ্ছেদে নানা নীলনক্সা বাস্তবায়ন করে যাচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ভূমি বেদখল করে নিজ জমি ও বসতভিটা থেকে পাহাড়িদের উচ্ছেদ করা। ইতোমধ্যে মানিকছড়ি এলাকায় সেটলারসহ বিভিন্ন কোম্পানির নামে ভূমিদস্যুরা হাজার হাজার একর ভূমি বেদখল করেছে। ফলে মানিকছড়িতে পাহাড়িরা এখন সংখ্যালঘু থেকে আরো সংখ্যালঘুতে পরিণত হচ্ছে। সম্প্রতি বান্দরবানের লামায় রাবার কোম্পানির নামে ভূমিদস্যুরা পাহাড়িদের ৪০০ একর জায়গা বেদখল করে নিচ্ছে। এভাবে পার্বত্য চট্টগ্রামের সর্বত্র এখন পাহাড়িদের উচ্ছেদের নানা পাঁয়তারা চলছে। শাসকগোষ্ঠির এই পাহাড়ি ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্র-যুব-নারী সমাজকে রুখে দাঁড়াতে হবে।

তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের বনজ, খনিজ সম্পদের অধিকার এ অঞ্চলের বসবাসকারী জনগণের। কিন্তু সরকার মানিকছড়ি যোগ্যছোলা সেমুতাঙ গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাস পার্বত্য চট্টগ্রামের জনগণকে না দিয়ে বাইরে নিয়ে যাচ্ছে। তারা সেমুতাঙের গ্যাস বাইরে না নিয়ে পার্বত্য চট্টগ্রামের জনগণের নিকট সরবরাহ করার দাবি করেন।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে মাইকেল চাকমার সন্ধানপূর্বক তাকে সুস্থভাবে তার পরিবার ও সংগঠনের নিকট ফিরিয়ে দেয়া ও পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাশাসন তুলে নিয়ে অন্যায় দমন-পীড়ন বন্ধের দাবি জানান।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More