চট্টগ্রামে ইউপিডিএফ সদস্যকে গ্রেফতারের নিন্দা

চট্টগ্রাম, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর মুখপাত্র অংগ্য মারমা এক বিবৃতিতে চট্টগ্রামের বায়েজীদ এলাকায় সুজন বড়ুয়া নামে ইউপিডিএফের এক সদস্য গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
আজ মঙ্গলবার (১ জুলাই ২০২৫) সংবাদ মাধ্যমে প্রদত্ত বিবৃতিতে অংগ্য মারমা বলেন, ইউপিডিএফ সদস্য সুজন বড়ুয়া তার কর্মস্থল খাগড়াছড়ির লক্ষীছড়ি থেকে চিকিৎসার জন্য চট্টগ্রামে গেলে গতকাল সন্ধ্যায় র্যাব ও আনসার সদস্যরা তাকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে ইতিপূর্বে কোন মামলা কিংবা গ্রেফতারী পরোয়ানা ছিল না উল্লেখ করে ইউপিডিএফ নেতা বলেন, সন্ত্রাসী রূপে সাজানোর জন্য সামরিক পোশাক পরিয়ে ও হাতে অস্ত্র গুঁজে দিয়ে তার ছবি তুলে রেখে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে বায়েজিদ থানায় হস্তান্তর করে।
বিবৃতিতে তিনি সুজন বড়ুয়াকে গ্রেফতারের ঘটনাকে পরিকল্পিত রাজনৈতিক দমন-পীড়নের অংশ বলে মন্তব্য করেন এবং অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।