চট্টগ্রামে গণতান্ত্রিক যুব ফোরামের ৫ নেতা-কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে ও তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
সিএইচটিনিউজ.কম
চট্টগ্রাম: বন্দর এলাকা থেকে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সুপ্রীম চাকমাসহ গ্রেফতারকৃত ৫ নেতা-কর্মীকে নিঃশর্ত মুক্তির দাবিতে খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ সেপ্টেম্বর এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ির পানছড়িতে গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদের উদ্যোগে দুপুর ১২টায় কলেজ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পানছড়ি বাজার প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। পাহাড়ি ছাত্র পরিষদের পানছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক সুমেধ চাকমার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি থানা শাখার সভাপতি বরুণ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের পানছড়ি থানা শাখার সভাপতি বিবর্তন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের পানছড়ি থানা শাখার সভাপতি অপরাজিতা খীসা।
এদিকে সকাল ১১টায় মহালছড়ি কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক যুব ফোরামের মহালছড়ি থানা শাখার সভাপতি ঊষাময় খীসা ও পাহাড়ি ছাত্র পরিষদের মহালছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক রতন স্মৃতি চাকমা এতে বক্তব্য রাখেন।
দিঘীনালায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর দিঘীনালা ইউনিটের সংগঠক কিশোর চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের দিঘীনালা উপজেলা শাখার সহ সভাপতি জীবন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের দিঘীনালা থানা শাখার সাধারণ সম্পাদক সুমন্ত চাকমা, কলেজ শাখার সাধারণ সম্পাদক বিজয় চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের কেয়া চাকমা। সকাল ১১টায় ইউপিডিএফ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে থানা বাজার ঘুরে লার্মা স্কোয়ারে গিয়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অপরদিকে রাঙামাটির কুদুকছড়িতে বিকাল ৩টায় পাহাড়ি ছাত্র পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কুদুকছড়ির বড় মহাপুরম উচ্চ বিদ্যালয়ের প্রবেশ মুখ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কুদুকছড়ি বাজার প্রদক্ষিণ শেষে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি বিলাস চাকমা ও সাংগঠনিক সম্পাদক বাবলু চাকমা এতে বক্তব্য রাখেন।
এছাড়া দুপুর ১২টায় নান্যাচরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নান্যাচর টিএন্ডটি বাজার অনুষ্ঠিত সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের নান্যাচর উপজেলা শাখার সভাপতি প্রিয় লাল চাকমা ও বিপাশা চাকমা বক্তব্য রাখেন।
এসব সমাবেশে বক্তারা বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে গণতান্ত্রিক যুব ফোরাম বন্দর থানা শাখার সাংগঠনিক সম্পাদক সুবল চাকমা, সদস্য জসিম চাকমা, সুভাষ চাকমা ও রিগেন চাকমা বন্দরের ব্যারিস্টার কলেজ এলাকায় আগামী ১৭ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য পাহাড়ি ছাত্র পরিষদের জাতীয় শিা দিবসের সমাবেশের জন্য সংগঠনের ছাপানো কুপন দিয়ে অর্থ সংগ্রহ করতে গেলে সন্তু গ্রুপের সুমন চাকমা, সিকু চাকমা ও বকুল চাকমার নেতৃত্বে ১০ – ১৫ জন সন্ত্রাসী স্থানীয় কতিপয় মাস্তানের সহায়তায় তাদের গণতান্ত্রিক সাংগঠনিক কাজে বাধা দেয় ও আটকে রেখে মারধর করে। পরে তাদেরকে বন্দর থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়। তাদেরকে থানায় হস্তান্তর করার পর রাতে ইউপিডিএফের সদস্য বকুল চাকমা ও ডিওয়াইএফের যুগ্ম সাধারণ সম্পাদক সুপ্রীম চাকমা তাদেরকে দেখতে গেলে সেখানে উপস্থিত সন্তু গ্রুপের সন্ত্রাসীরা পুলিশের সামনে তাদের দু‘জনের ওপর হামলার চেষ্টা চালায় এবং সুপ্রীম চাকমাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পরে রাতেই তাকে শুক্রমনি চাকমা ওরফে থুদো কারিগর হত্যা মামলায় আসামী বানিয়ে পটিয়া থানায় চালান দেয়া হয়।
বক্তারা অভিযোগ করে বলেন, পুলিশ সন্ত্রাসীদের সহযোগি হয়ে যুব ফোরামের নেতা-কর্মীদের গ্রেফতার করেছে।
বক্তারা কাপ্তাইয়ে সেনা সদস্য মো: আবু ইউসুফ কর্তৃক এক পাহাড়ি কলেজ ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনা উল্লেখ করে বলেন, যারা নিরাপত্তার নামে পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত রয়েছে তারাই এখন নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি।
বক্তারা অবিলম্বে আটককৃত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি ও কাপ্তাইয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টাকারী সেনা সদস্য মো: আবু ইউসুফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।