মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে
চট্টগ্রামে পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সিএইচটি নিউজ ডটকম
চট্টগ্রাম : সকল জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুসহ শিক্ষা সংক্রান্ত ৫ দফা অবিলম্বে বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) চট্টগ্রাম মহানগর ও চ.বি. শাখা।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় দোস্ত বিল্ডিং হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নিউ মার্কেট ঘুরে চেরাগী মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। পিসিপি চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি পলাশ চাকমার সভাপতিত্বে ও চবি শাখার অর্থ সম্পাদক সুনিল চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি চবি শাখার তথ্য ও প্রচার সম্পাদক রূপন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম মহানগর শাখার সহ-সভাপতি শুভ চাক ও ছাত্র নেতা অংকন চাকমা। এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের চট্টগ্রাম মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক এস.এম. রেজা শাহীন। এছাড়া এতে আরো উপস্থিত ছিলেন পিসিপি’র সাবেক কেন্দ্রীয় সভাপতি থ্যুইক্যচিং মারমা ও গণতান্ত্রিক যুব ফোরামের চট্টগ্রাম মহানগর শাখার সমন্বয়ক জিকু মারমা।
বক্তারা অভিযোগ করে বলেন, বিগত ২০০০ সাল থেকে পাহাড়ি ছাত্র পরিষদ পার্বত্য চট্টগ্রাম ও সমতলে বসবাসরত সকল জাতিসত্ত্বার নিজ নিজ মাতৃভাষায় প্রাথমিক শিক্ষাসহ শিক্ষা সংক্রান্ত ৫ দফা দাবিতে সংগ্রাম করে আসছে। এর ধারাবাহিক অংশ হিসেবে ২০০২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক বরাবরে স্মারকলিপি পেশা করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ একটি বহুজাতি ও ভাষাভাষীর দেশ। এদেশে বাঙালি ব্যতীত ৪৫টির অধিক সংখ্যালঘু জাতি বসবাস করছে। এ সকল জাতি সমূহের মধ্যে নিজস্ব ভাষা সংস্কৃতি এবং গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। সরকার সংখ্যালঘু জাতির ভাষা বিকাশ ও শ্রীবৃদ্ধির প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এধরনের কোন পদক্ষেপ গ্রহণ করেনি।
বক্তারা আরো বলেন, ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে জীবন উৎসর্গ করেছিল এদেশের ছাত্ররা। তাদের জীবন উৎসর্গ শুধু বাংলা ভাষার জন্য নয়, মাতৃভাষা স্বীকৃতি পাওয়ার জন্য। যে দেশে ভাষার জন্য জীবন দিতে হয়েছে ছাত্রসমাজকে, সেই স্বাধীন দেশে আজ পার্বত্য চট্টগ্রামসহ দেশের সংখ্যালঘু জাতিসত্তা সমূহকে নিজস্ব মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা লাভের জন্য আন্দোলন করতে হচ্ছে।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে সকল জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুসহ শিক্ষা সংক্রান্ত ৫ দফা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
——————
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।