চট্টগ্রামে বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে জখম

চট্টগ্রাম ।। চট্টগ্রাম নগরীর বায়েজীদ থানাস্থ জুম্ম চাদিগাং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্ঞানজ্যোতি ভিক্ষুকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল সোমবার (৩১ জানুয়ারি ২০২২) দিবাগত মধ্য রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মুখোশ পরিহিত একদল দুর্বৃত্ত গতকাল দিবাগত মধ্য রাত আনুমানিক ১:০০টার সময় বিহারে প্রবেশ করে জ্ঞানজ্যোতি ভিক্ষুর ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দেয়। এতে তিনি গুরুতর জখম হন। পরে খবর পেয়ে বিহারের দায়কগণ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
কী কারণে তার ওপর এমন নৃশংস হামলা চালানো হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন