চট্টগ্রামে মিথ্যা মামলায় গ্রেফতার সুজন বড়ুয়ার মুক্তির দাবিতে লক্ষীছড়িতে বিক্ষোভ

0


লক্ষীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

বুধবার, ২ জুলাই ২০২

‘পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিক নিপীড়ন বন্ধ কর’ শ্লোগানে চট্টগ্রামে মিথ্যা মামলায় র‌্যাব কর্তৃক গ্রেফতারকৃত সুজন বড়ুয়া সাইমনের মুক্তির দাবিতে খাগড়াছড়ির লক্ষীছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তিন সংগঠন।

আজ বুধবার (২ জুলাই ২০২৫) দুপুর ১:০০টার সময় লক্ষীছড়ি উপজেলাধীন হুদুকছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) যৌথভাবে এই বিক্ষোভের আয়োজন করে।


মিছিল পরবর্তী সমাবেশে পিসিপি’র লক্ষীছড়ি উপজেলা সাধারণ সম্পাদক রুপায়ন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ডিওয়াইএফ’র খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি ক্যামরন দেওয়ান, পিসিপি’র খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রাঞ্জল চাকমা, এইডব্লিউএফের লক্ষীছড়ি উপজেলা অর্থ সম্পাদক মনিকা চাকমা।

বক্তারা চট্টগ্রামে র‌্যাব কর্তৃক সুজন বড়ুয়াকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারের নিন্দা জানিয়ে বলেন, গত ৩০ জুন সুজন বড়ুয়া চিকিৎসার জন্য লক্ষীছড়ি থেকে চট্টগ্রামে গিয়েছিলেন। তাকে ষড়যন্ত্রমূলকভাবে র‌্যাব গ্রেফতার করে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। তার বিরুদ্ধে আগে কোন মামলা বা ওয়ারেন্ট ছিল না। গ্রেফতারের পর তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।


বক্তারা আরো বলেন, চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ায় পার্বত্য চট্টগ্রামের জনগণ প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ আশা করেছিল। কিন্তু এ সরকার পরিকল্পিতভাবে ইউপিডিএফের নেতা-কর্মী, সমর্থকসহ সাধারণ জনগণের ওপর জুলুম-নিপীড়ন বাড়িয়ে দিয়েছে, মিথ্যা মামলায় গ্রেফতার করে হয়রানি করছে। পার্বত্য চট্টগ্রামে সেনা অভিযানের নামে প্রতিনিয়ত নিপীড়ন-নির্যাতন, ধরপাকড় চালানো হচ্ছে। যা ফ্যাসিস্ট হাসিনার দমন-পীড়নকেও ছাড়িয়ে যাচ্ছে। এটা চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনার সম্পূর্ণ পরিপন্থী এবং মানবাধিকারের চরম লঙ্ঘন।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারপূর্বক সুজন বড়ুয়াকে নিঃশর্ত মুক্তি এবং অন্যায় ধরপাকড়, নিপীড়ন-নির্যাতন বন্ধের দাবি জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More