জুরাছড়িতে বাঙালি শ্রমিক কর্তৃক এক প্রতিবন্ধী পাহাড়ি নারীকে ধর্ষণের চেষ্টা

ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত রমজান আলী
জুরাছড়ি (রাঙামাটি), সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
রাঙামাটির জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বেগাবেক্ক্যে গ্রামে এক সেটলার বাঙালি শ্রমিক কর্তৃক ১৯ বছর বয়সী এক প্রতিবন্ধী পহাাড়ি নারীকে ধর্ষণের চেষ্টার খবর পাওয়া গেছে।
গত ১০ আগস্ট ২০২৫ রাতে এ ঘটনাটি ঘটে বলে জানা যায়।
ধর্ষণ চেষ্টায় অভিযুক্তের নাম মো. রমজান আলী (৩২), পিতা- শাহজাহান, ঠিকানা: ফিশারী ঘাট, রাঙামাটি সদর।
জানা যায়, উক্ত গ্রামে সরকারি প্রকল্পের পানির হাউস নির্মাণের জন্য ভুক্তভোগীর বাড়ির রাস্তার পাশে হৃদয় এর নেতৃত্বে ৩ জন সেটেলার বাঙালিকে আনুমানিক ১ সপ্তাহ ধরে কাজে নিয়োজিত রাখা হয়। প্রকল্পের ঠিকাদার রায়হান বলে জানা গেছে।
ঘটনার দিন (১০ আগস্ট) রাত আনুমানিক ১১.৩০টার সময় রমজান আলী চুপিসারে ঐ নারীর বাড়িতে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ভুক্তভোগী নারী চিৎকার করলে পরিবারের সদস্যরা সেখানে এগিয়ে যায় এবং রমজান আলীকে হাতেনাতে ধরে ফেলে। এরপর পরিবারের লোকজন কিছু উত্তম-মধ্যম দেওয়ার পর রমজান আলীকে সারারাত গাছের সাথে বেঁধে রেখে সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ চাকমাকে ফোন দিয়ে বিস্তারিত জানায়।
পরে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত হয়ে ধর্ষণের চেষ্টাকারী রমজান আলীকে জুরাছড়ি সদর সেনা জোনে নিয়ে যায়। সেখানে গ্রামের মুরুব্বি, কারবারি সাথে গেলে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের সবাইকে নিজ নিজ স্থানে ফিরে যাওয়ার জন্য বলা হয়।
তবে অভিযুক্ত রমজান আলীর বিরুদ্ধে আইনানুগ কোন পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।