জুরাছড়িতে সড়ক নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিক কর্তৃক এক পাহাড়ি কিশোরীকে ধর্ষণের চেষ্টা

রাঙামাটি, সিএইচটি নিউজ
বুধবার, ১২ জুন ২০২৪
রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৪নং দুমদুম্যা ইউনিয়নের আদিয়াব ছড়া এলাকায় সীমান্ত সংযোগ সড়ক নির্মাণ কাজে নিয়োজিত এক বাঙালি শ্রমিক কর্তৃক স্থানীয় এক পাহাড়ি কিশোরীকে (১৬) ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার (১০ জুন ২০২৪) রাতে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
ধর্ষণ চেষ্টাকারীর নাম মো. মামুদুল হক (৪৫), পিতা- ফকির আহাম্মদ, গ্রাম-পূর্বক ভালুকিয়া, তুলাতুলি থানা, উখিয়া উপজেলা, কক্সবাজার জেলা।
অভিযুক্ত মামুদুল হক বর্তমানে রাঙাামটির রাজস্থলী-বিলাইছড়ি-জুরাছড়ি-বরকল সীমান্ত সংযোগ সড়ক নির্মাণ কাজে নিয়োজিত একজন শ্রমিক হিসেবে কাজ করছে। বাংলাদেশ সেনাবাহিনীর ২৬ ইসিবি এক সড়ক নির্মাণ কাজ করছে।
জানা গেছে, ঘটনার দিন রাত আনুমানিক ৯:১৫ টার দিকে অভিযুক্ত মামুদুল হক বাড়িতে একা পেয়ে উক্ত কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় কিশোরী চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে এসে মামুদুল হককে আটক করে।
ঘটনার পরপরই সড়ক নির্মাণ কাজে নিয়োজিত সেনাবাহিনীকে ঘটনাটি জানানো হলে, সেখানে কর্মরত ওয়ারেন্ট অফিসার প্রিয় রঞ্জন চাকমার নেতৃত্বে ২টি গাড়ি যোগে আনুমানিক ২০/২৫ জন সেনা সদস্য ঘটনাস্থলে এসে অভিযুক্ত মামুদুল হককে পার্শ্ববর্তী আদিয়াবছড়া বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। এসময় বিজিবি ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার হাবিলদার হামিদুল উপস্থিত ছিলেন বলে জানা যায়।
তবে অভিযুক্ত মামুদুল হকের বিরুদ্ধে সেনাবাহিনী কোন শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কিনা তা জানা যায়নি।
সূত্র: অনলাইন
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।