তবলাপাড়ায় হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানিকছড়িতে পোস্টারিং

মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
মানিকছড়ি-গুইমারা সীমান্তবর্তী তবলাপাড়ায় ও কালাপানিতে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার এবং সেনা ও ঠ্যাঙাড়ে সন্ত্রাস বন্ধের দাবিতে খাগড়াছড়ির মানিকছড়িতে বিভিন্ন এলাকায় পোস্টারিং করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও নারী আত্মরক্ষা কমিটির নেতা-কর্মীরা যৌথভাবে মানিকছড়ি গিরি মৈত্রী ডিগ্ৰি সরকারি কলেজ, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, তিনটহরী উচ্চ বিদ্যালয়, জামতলা, গবমারা, কালাপানিসহ বিভিন্ন স্থানে এই পোস্টারিং করেন।

হাতে লেখা পোস্টারগুলোতে লেখা রয়েছে, “তবলাপাড়ায় হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার কর, সেনাবাহিনীই সন্ত্রাসীদের রক্ষক ও মদতদাতা-এ সত্য আর আড়াল করা যাবে না; অবিলম্বে সেনা ও ঠ্যাঙাড়ে সন্ত্রাস বন্ধ কর; কালাপানিতে জনতার উপর গুলিবর্ষণ কেন ড. ইউনুসের জবাব চাই, তবলা পাড়া হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্ৰেফতার কর।”

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর ২০২৫ সেনাবাহিনীর লেলিয়ে দেয়া ৬ সশস্ত্র সন্ত্রাসী তবলা পাড়ায় হানা দিয়ে গুলিবর্ষণ করে। এরপর জনতা সংঘবদ্ধ হয়ে তাদেরকে আটক করলে সেনাবাহিনী উপস্থিত হয়ে তাদেরকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় কালাপানি এলাকায় জনতা বিক্ষোভ প্রদর্শন করলে সেনাবাহিনী হামলা, লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে তাদেরকে গাড়িতে করে নিরাপদে সরিয়ে নিয়ে ছেড়ে দেয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।