ত্রিপুরার বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবর: ‘পার্বত্য চট্টগ্রামে সংঘাত বন্ধে ত্রিপুরায় সচেতন জনজাতির লিফলেট বিতরণ’
আন্তর্জাতিক ডেস্ক, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
ভারতের ত্রিপুরা রাজ্য থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকায় পার্বত্য চট্টগ্রামে সংঘাত বন্ধের আহ্বানে লিফলেট বিতরণ করার খবর প্রকাশিত হয়েছে।
“ত্রিপুরা জনমত” নামে স্থানীয় একটি পত্রিকায় “পার্বত্য চট্টগ্রামের সংঘাত বন্ধের আহ্বানে লিফলেট বিতরণ” শিরোনামে প্রকাশিত খবরে বলা হয়েছে, “পার্বত্য চট্টগ্রামে চলমান ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধের আহ্বানে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকায় ‘ত্রিপরা সচেতন জনজাতির’ পক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে। ‘ত্র্রিপুরার সচেতন জনজাতি’ নামক একটি সংগঠনের ব্যানারে শিলছড়ি, নতুন বাজার, যতনবাড়ি, তৈচাকমা, করল্যাছড়ি, নন্দন নগর, চানমারি, নাগিছড়া ও অভয়নগরসহ বিভিন্ন জায়গায় এই লিফলেট ছড়ানো হয়”…।

একই শিরোনামে খবর প্রকাশ করেছে “বিস্তীর্ণ” নামের আরেকটি পত্রিকা।
“জাগরণ” নামের পত্রিকায় “পার্বত্য চট্টগ্রামের সংঘাত বন্ধের আহ্বানে ত্রিপুরায় ‘ত্রিপুরার সচেতন জনজাতির’ পক্ষ থেকে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান” শিরোনামে খবর প্রকাশিত হয়েছে।

একই শিরোনামে খবর প্রকাশ করেছে “ত্রিপুরা ভবিষ্যত” নামের অপর একটি পত্রিকা।
এছাড়া ‘News update of Tripura’ নামের অনলাইন নিউজ পোর্টালে “পার্বত্য চট্টগ্রামের সংঘাত বন্ধে ত্রিপুরায় সচেতন জনজাতির লিফলেট বিতরণ” শিরোনামে খবর প্রকাশিত হয়েছে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।