থানচিতে খেয়াং নারীকে ধর্ষণের পর হত্যার নিন্দা ও প্রতিবাদ বিকেএসইউ’র

0

বান্দরবান, সিএইচটি নিউজ
সোমবার, ৫ মে ২০২৫

বান্দরবানের থানচি উপজেলার মংখয় পাড়ায় এক খেয়াং নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে ধর্ষণকারীদের গ্রেফতারপূর্বক যথাযথ শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ খেয়াং স্টুডেন্টস ইউনিয়ন (বিকেএসইউ)।

আজ সোমবার (৫ মে ২০২৫) বিকেএসইউ’র কেন্দ্রীয় তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক স্বাধীন খেয়াং স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ নিন্দা ও প্রতিবাদ জানায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “আজ ৫ মে ২০২৫ খ্রি: বান্দরবানের থানচি উপজেলার ২নং তিন্দু ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মংখয় পাড়ায় (খিয়াং পাড়া) তিন সন্তানের জননী চিংমা খিয়াং (বয়স: ২৯ বছর ) নামের একজন জুম্ম নারীকে তিনজন বাঙালি শ্রমিক কর্তৃক জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাংলাদেশ খেয়াং স্টুডেন্টস ইউনিয়ন (বিকেএসইউ) তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে ধর্ষণকারীদের গ্রেফতারপূর্বক যথাযথ শাস্তির দাবি জানাচ্ছে।”

স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “চিংমা খিয়াং প্রতিদিনের মতো আনুমানিক সকাল ৭.০০ ঘটিকায় নিজেদের জুমে একা কাজ করতে যান। দুপুরে কাজ শেষে বাড়ি ফেরার সময় হলে তিনি না ফিরলে পরিবারের লোকজন ও গ্রামবাসী খোঁজাখুজি শুরু করেন। এসময় তারা জুমে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন দেখতে পান। তা অনুসরণ করে খুঁজতে খুঁজতে আনুমানিক বিকাল ৩.০০ ঘটিকার সময় চিংমা খিয়াং এর লাশ পাওয়া যায়। চিমাং খিয়াং গত ৪ মে ২০২৫ তারিখে জুমে যাওয়ার পথে রাস্তা নির্মাণে কাজে নিয়োজিত তিনজন বাঙালি শ্রমিককে দেখতে পেয়ে ভয়ে বাড়িতে পালিয়ে আসেন। চিংমা খিয়াং জুমে যাওয়ার পথে ঔৎপেতে থাকা তিনজন বাঙালি শ্রমিক জোরপূর্বক তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করেছে।”

প্রেস বিজ্ঞপ্তিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, “পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি ‘আদিবাসী’ নারীর উপর নিপীড়ন, শ্লীলতাহানি, ধর্ষণ, হত্যাসহ মানবাধিকার লংঘনের ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে। প্রায়শই এসব ঘটনা সংঘটিত হওয়ায় বাংলাদেশ খেয়াং স্টুডেন্টস ইউনিয়ন (বিকেএসইউ) গভীর উদ্বেগ প্রকাশ করছে। পার্বত্য চট্টগ্রামে এযাবৎ সংঘটিত জুম্ম নারীর উপর নিপীড়ন, ধর্ষণ, হত্যাকাণ্ডের ঘটনার বিচার ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে প্রশাসন ব্যর্থ হওয়ার কারণে এসব ঘটনা ক্রমশ সংঘটিত হচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তিতে ধর্ষণকারীদের অতিদ্রুত গ্রেফতারপূর্বক যথাযথ শাস্তি নিশ্চিতকরণে প্রশাসনের নিকট দাবি জানানো হয়।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More